হাই থাই স্লিটে 'স্কেয়ারিস্ট' থেকে Sexiest ঋতাভরী, হ্যালোউইনে হটকেক অভিনেত্রী

Published : Oct 31, 2020, 09:51 PM ISTUpdated : Oct 31, 2020, 11:36 PM IST
হাই থাই স্লিটে 'স্কেয়ারিস্ট' থেকে Sexiest ঋতাভরী, হ্যালোউইনে হটকেক অভিনেত্রী

সংক্ষিপ্ত

ঋতাভরীর চক্রবর্তীর হ্যালোইন পার্টি কীভাবে সেজে উঠলেন টলি ডিভা হাই থাই স্লিট লাল গাউনে ধরা দিলেন ঋতাভরী 'স্কেয়ারিস্ট' বিস্ট হওয়াই একমাত্র লক্ষ্য আজ তাঁর

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পোস্টে ফের নজর ঘুরল সকলের। হাই থাই স্লিটেড গাউনে 'স্কেয়ারিস্ট' থেকে হয়ে উঠলেন সেক্সিয়েস্ট। লাল রঙের ভেলভেটিশ গাউনে ধরা দিয়েছেন ঋতাভরী। আজ হ্যালোউইন। হ্যালোইন উপলক্ষেই এমন রেড হট ছবি পোস্ট করলেন ঋতাভরী। দিন কতক আগে পোস্ট করেছিলেন বাড়ির দুই দুর্গার ছবি। এক তাঁর মা শতরূপা স্যানাল এবং তাঁর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, আমার বাড়ির দুগ্গা রা। মা এবং দিদি। পোস্ট দেখেই প্রশংসায় ভরিয়ে দিল নেটিজেনরা। 

প্রসঙ্গত, ঋতাভরীর পোস্ট মানেই, শোরগোল নেটদুনিয়ায়। লাল শাড়িতেই চলছে ঋতাভরীর 'লাল ইশ্ক'। এমনই ক্যাপশন দিয়ে এক ভিডিও, ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যা দেখে কৌতূহল জেগেছিল সকলের মনে। তবে কি প্রেমে পড়লেন তিনি। প্রেমে পড়েছেন তো ঠিকই, তবে ঋতাভরী নন, ভক্তরা প্রেমে পড়েছে তাঁর। নিত্যদিন প্রেমে পড়েন তাঁর। সম্প্রতি জাকুজিতে স্নানের আগে উদ্দাম নেচে দেখিয়েছেন ভক্তদের। জাকুজিতে নেমে গরম জলে স্নান কার না আরামদায়ক লাগে। 

আরও পড়ুনঃএবার আরও এক নক্ষত্র পতন, চলে গেলেন কিংবদন্তি অভিনেতা শন কনারি

 

সেই জাকুজিতে নামার উচ্ছ্বাস নাচের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ঋতাভরী আগুন কেবল বিনোদন মহলেই নয় খেলার ময়দানেও চড়ল উশষ্ণতার পারদ। আইপিএল শুরু হতেই সম্প্রতি কেকেআর প্রতি সমর্থন প্রকাশ করেছেন ঋতাভরী। কেকেআর-এর জার্সি পরে গ্যালেরিতে দাঁড়িয়ে তিনি। ক্রমশ আইপিএল-এ বাড়ছে গ্ল্যামার। এছাডা় একটি ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন ঋতাভরী যা নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?