উদ্বোধনী অনুষ্ঠানে অনাবৃত উরু নিয়ে বসে ঋতাভরী, শর্ট ড্রেসের জেরে 'সভ্যতা'র জ্ঞান পেলেন অভিনেত্রীকে

Published : Jan 12, 2021, 10:48 PM ISTUpdated : Jan 13, 2021, 04:40 AM IST
উদ্বোধনী অনুষ্ঠানে অনাবৃত উরু নিয়ে বসে ঋতাভরী, শর্ট ড্রেসের জেরে 'সভ্যতা'র জ্ঞান পেলেন অভিনেত্রীকে

সংক্ষিপ্ত

মেন্টাল হেলথের জন্য বিশেষ বার্তা ঋতাভরী চক্রবর্তীর মানসিক ভারসাম্যহীন শিশুকে নিয়ে এক চিকিৎসালয়ের উদ্বোধনে অভিনেত্রী অনুষ্ঠানে শর্ট ড্রেস পরায় কটাক্ষের মুখে ঋতাভরী 'সভ্যতা'র পাঠ পড়াচ্ছে নেটিজেন

সাধারণত নিজের হটনেসেই সর্বদা নেটদুনিয়াকে হাচের মুঠোয় রাখেন ঋতাভরী চক্রবর্তী। 'ওগো বধূ সুন্দরী'র ধারাবাহিকের ঋতাভরী এবং এখনকার ঋতাভরীর মধ্যে আকাশ পাতাল তফাত। ওয়ার্ক আউট করে, নিজেকে টোনড বানিয়ে তিনি এখন টলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলিউডে 'পরী' ছবিতে কাজ করে মন জিতে নিয়েছেন অসংখ্য মানুষের। দর্শকমহল তাঁকে ইন্টারনেট সেনসশেন বলেই তকমা দিয়ে ফেলেছে। 

তবে এবার সংবাদ শিরোনামে তাঁর নাম উঠে এল অন্য কারণে। মানসিক ভারসাম্যহীনতা, মানসিক দিক দিয়ে মানুষের সুস্থ থাকা উচিত, এই ধরণের নানা বার্তা নিয়ে একটি বিশেষ পোস্ট করেছিলেন ঋতাভরী। তিনি সমাজসেবিকা হিসেবে পরিচিত। নিজের বিভিন্ন স্কুলও তিনি চালনা করেন যেখানে এই ধরণের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এই ধরণের জগতের সঙ্গে যুক্ত থেকে সম্প্রতি এক ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 

আরও পড়ুনঃকখনও লং স্কার্ট, কখনও হট প্যান্ট, ক্যামেরা অন থাকাতেই মধুমিতার পোশাক বদল

 

একজন স্পেশ্যাল চাইল্ডের সঙ্গে চিকিৎসালয়ের উদ্বোধন করেন তিনি। গোটা বিষয়টি নেটিজেন এবং ভক্তদের মুগ্ধ করেছে। তবে এরই মাঝে নিন্দুক তো থাকবেই। তাঁর পোশাক নিয়ে ঋতাভরীকে তপ দেগেছে এক নেটিজেন। তাঁর কথায়, ঋতাভরীর এমন ছোট পোশাক পরা উচিত হয়নি। হাঁটুর বেশ খানিকটা উপরে প্রায় অনাবৃত উরু বলা যেতে পারে। এমনই এক পোশাক পরে এসেছিলেন অনুষ্ঠানে। সকলের সামনেই পায়ের উপর পা তুলে বসে তিনি। সেই ছবি দেখেই এক নেটিজেন তাঁকে তথাকথিত 'সভ্যতা'র পাঠ পড়ায়। বলে, "আচ্ছা এটা কি ড্রেসস পড়েছেন।সুন্দর একটা ড্রেস পরে গেলে হতো না।" এর কোনও উত্তর ঋতাভরী দেননি।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার