একেই বলে রূপে গুণে পরিপূর্ণা, এবার গান গেয়ে ভক্তমহলে ঝড় তুললেন ঋতাভরী

Published : Nov 21, 2020, 09:02 AM IST
একেই বলে রূপে গুণে পরিপূর্ণা, এবার গান গেয়ে ভক্তমহলে ঝড় তুললেন ঋতাভরী

সংক্ষিপ্ত

একের পর এক চমক দিচ্ছেন অভিনেত্রী হট লুক অভিনয়ের পাশে এবার স্থান গানের  নিজের গলায় গান গেয়ে এবার নজর কাড়লেন ঋতাভরী সম্প্রতি শেষ হল সেই শ্যুটিং 

ঋতাভরী চক্রবর্তী এক কথায় বলতে গেলে পার্ফেক্ট প্যাকেজ। বিনোদন জগতে পা রেখে নিজেকে যেভাবে তিনি প্রমাণ করে চলেছেন, তা প্রতিটা পদে অবাক করছে ভক্তমহলকে। কখনও তাঁর অভিনয় দক্ষতায়, কখনও আবার তাঁর স্টানিং লুকে, হু হু করে ছড়িয়ে পড়ছে এই হট ডিভার জাদু। কিন্তু কোথাও গিয়ে যেন এখনও বেশ কিছু চমক দেওয়া বাকি রয়ে গিয়েছে এই অভিনেত্রীর। 

 

এবার সামনে এলো তারই মধ্যে একটির খবর। মিউজিক ভিডিওতে কাজ করাটা ঋতাভরীর কাছে নতুন কিছু নয়। ঋতাভরী ইতিমধ্যেই আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করে সকলকে তাক লাগিয়েছেন। তবে সেখানে ছিল না তাঁর গলা। কেবলই অভিনয়ের দাপটেই তুলেছিলেন ঝড়। কিন্তু এবার নিজের গলায় গান গাইলেন তিনি। সম্প্রতি সেই কাজই শেষ করলেন ঋতাভরী। 

 

হাতে একের পর এক  ছবির প্রস্তাব। এরই মাঝে থাপ্পর খ্যাত অভিনেতা পাভেল গুলাগি। গানের কোলাজটি ঋতাভরীর নিজের লেখা। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই এই গানতৈ তৈরি করা হয়েছে। এবার তাঁর মিউজিক ভিডিওর শ্যুটিং-এর জন্য কলকাতায় এসেছিলেন পাভেল। মাত্র এক দিনেই শেষ করা হয়েছে শ্যুট। নিজের স্কুলকে ট্রিবিউট জানাতেই এই গান লেখা বলে জানিয়েছেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার