স্নান সেরে টাওয়াল জড়িয়েই সোজা চলে এসেছেন রাস্তায়, এ কী কান্ড ঘটালেন ঋতাভরী

টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিতি  রয়েছে ঋতাভরী চক্রবর্তীর। তবে তিনি যে এতটাও সাহসী তা হয়তো আগে কারোর জানা ছিল না।  এবার ঋতাভরীর কীর্তিতে হাসির রোল উঠল নেটদুনিয়ায়। হবে না-ই বা কেন? তিনি যে এমন কান্ড ঘটাবেন তা ভেবেই হেসে গড়াগড়ি খাচ্ছেন সাইবারবাসী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋতাভরী, যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের প্রিন্টেড একটি ফ্রক পরেছেন ঋতাভরী,  তবে মাথায় তোয়ালে জড়িয়েই রাস্তায় বেরিয়ে পড়েছেন। স্নান সেরেই সোজা রাস্তায় বেরিয়ে পড়েছেন টলি নায়িকা। অভিনেত্রীর এহেন কান্ডে সকলেই হতবাক হয়েছেন।
 

টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিতি  রয়েছে ঋতাভরী চক্রবর্তীর। তবে তিনি যে এতটাও সাহসী তা হয়তো আগে কারোর জানা ছিল না।  এবার ঋতাভরীর কীর্তিতে হাসির রোল উঠল নেটদুনিয়ায়। হবে না-ই বা কেন? তিনি যে এমন কান্ড ঘটাবেন তা ভেবেই হেসে গড়াগড়ি খাচ্ছেন সাইবারবাসী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋতাভরী, যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের প্রিন্টেড একটি ফ্রক পরেছেন ঋতাভরী,  তবে মাথায় তোয়ালে জড়িয়েই রাস্তায় বেরিয়ে পড়েছেন। স্নান সেরেই সোজা রাস্তায় বেরিয়ে পড়েছেন টলি নায়িকা। অভিনেত্রীর এহেন কান্ডে সকলেই হতবাক হয়েছেন।

নিজের এই কীর্তির কথা নিজেই ঢাক পিটিয়ে ভক্তদের জানিয়েও দিয়েছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, এই যখন আমি মাথায় তোয়ালে পরেই কাজে বেরিয়ে পড়েছিলাম।তবে এটাই বলব যে আমার দেরি হয়ে গিয়েছিল আর আমি তিন সপ্তাহ ধরে ঠিকমতো ঘুম হয়নি। কারোর নজর ছাড়া এভাবে বড় হওয়াটা সত্যিই খুব চাপের। আপনার সঙ্গেও কি কখনও এরকম হয়েছে? নাকি আপনিও একটু বেশিই স্বাভাবিক আমার মতো মানুষের বন্ধু হতে? অভিনেত্রীর এই পোস্ট দেখে সকলেই হতবাক হয়েছে। কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ারা পাতা। ঋতাভরীকে দেখে স্বস্তিকা দত্ত জানিয়েছেন, এটা শুধু তোমার পক্ষেই সম্ভব। ঋতাভরীও পাল্টা বলেছেন, হ্যাঁ একদম। হাতে শুধুমাত্র সিপার বোতলটাই নেই।

Latest Videos

 

 

অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। শরীরী উষ্ণতায় পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী যেন সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন।  এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ঋতাভরীর কাছে।গত বছর অসুস্থ থাকার জন্য সেভাবে কাজ করতে পারেননি। এবার একসঙ্গে বেশ কয়েকটি কাজ করছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ফাটাফাটি-তে কাজ করতে চলেছেন ঋতাভরী। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে। ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে দেখা যাবে তাকে।  ঋতাভরীর বিয়ের জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ভালবাসার মানুষের সঙ্গে নিজেই পরিচয় করিয়ে দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। এমনকী বিয়ের পরিকল্পনাও ফাঁস করেছিলেন ঋতাভরী। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কলকাতাতে নয়, বরং ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন ঋতাভরী ও তার ডাক্তার বর তথাগত চট্টোপাধ্যায়। চলতি বছরের শেষেই হবে এনগেজেমন্ট তারপরই লিভ-ইনে থাকবেন তার। এবং তার পরেই ডাক্তার বন্ধুর গলায়  মালা দিতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী।

আরও পড়ুন-স্তন বার করে 'ব্রা'-র উপর জ্যাকেট চাপিয়েই পার্টিতে হাজির মালাইকা, অন্তর্বাস দেখাতেই চরম ট্রোলড

আরও পড়ুন-স্ট্র্যাপলেস টপ ঠিকরে বেরোচ্ছ বক্ষযুগল, সাগরপাড়ে ধুকপুকানি বাড়ালেন মোনালিসা

আরও পড়ুন-৫০ -এও এভারগ্রিন করণ, বুক খোলা জ্যাকেটে অন্তর্বাস দেখিয়ে পার্টির মধ্যমণি মালাইকা, রইল চাঁদের হাটের একঝলক

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন