কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে শুভেচ্ছাবার্তা ঋতুপর্ণা সেনগুপ্তর

Published : Oct 13, 2019, 01:51 PM ISTUpdated : Oct 13, 2019, 02:06 PM IST
কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে শুভেচ্ছাবার্তা ঋতুপর্ণা সেনগুপ্তর

সংক্ষিপ্ত

ধন সম্পদ বৃদ্ধি এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে পূজিত হন লক্ষ্মী দেবী এই আরাধনায় সামিল সাধারন মানুষ থেকে শুরু করে টলি পাড়ার তারকারাও প্রতি বছরই নিজ হাতে লক্ষ্মীপুজোর আয়োজন করেন ঋতুপর্ণা এবারেও লক্ষ্মী পুজো উপলক্ষে সকলের উদ্দেশ্যে মঙ্গল কামনা করেছেন তিনি

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এ এক চিরন্তন প্রথা। হিন্দু শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদ বৃদ্ধি এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে পূজিত হন লক্ষ্মী দেবী। এই আরাধনায় সামিল সাধারন মানুষ থেকে শুরু করে টলি পাড়ার তারকারাও।  

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রতি বছরই নিজ হাতে লক্ষ্মীপুজোর আয়োজন করেন তিনি। এবারেও কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে সকলের উদ্দেশ্যে তিনি মঙ্গলকামনা করেছেন। এমনই এক শুভেচ্ছা বার্তা তিনি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে।

ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে লক্ষ্মী পুজো উপলক্ষে জনপ্রিয় এই অভিনেত্রী নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে সকলের উদ্দেশ্যে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের পরিবার আরও সুখের হয়ে উঠুক।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?