বাংলাদেশে ৫ জাতীয় পুরস্কার, কলকাতায় মুক্তি পেল ঋতুপর্ণার নতুন ছবি

  • দুই বাংলার মেলবন্ধনে মুক্তি পেল  'একটি সিনেমার গল্প'
  • ছবিটি ইতিমধ্য়েই বাংলাদেশে ৫টি জাতীয় পুরষ্কার জিতেছে 
  • ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
  • গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাংলাদেশের আলমগীর
     

সম্প্রতি দুই বাংলার মেলবন্ধনে মুক্তি পেল বাংলা ছবি  'একটি সিনেমার গল্প'। ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 'একটি সিনেমার গল্প' ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন, আলমগীর হোসেন। এ ছবির প্রিমিয়ারে তাই মন খুললেন ঋতুপর্ণা ও আলমগীর, আমাদের সংবাদমাধ্য়মের কাছে।

  

Latest Videos

 


আরও পড়ুন, কীভাবে টলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হলেন জিৎ, জন্মদিনে রইল অজানা-অচেনা জিৎ

'একটি সিনেমার গল্প' ছবিটি  ইতিমধ্য়েই বাংলাদেশে, আর্ট ডিরেকশন, মিউজিক, লিরিক সহ বিভিন্ন বিভাগে ৫টি জাতীয় পুরষ্কার জিতে নিয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন, 'একটি সিনেমার গল্প' -এ কমার্শিয়াল বাংলা ছবির সেই সব আবেগঘন মুহূর্ত আছে, যা দর্শককে কাছে টানবে। তিনি আরও জানালেন, ছবিটি ইতিমধ্য়েই বাংলাদেশে সফলতা লাভ করেছে। তাই এ শহরেও সবার মন ছোঁবে। আলমগীর জানালেন, মানব জীবনের সব দিক গুলিই এই ছবিতে আছে। তাই অনুভূতির সব দিক গুলিই পূরণ করবে 'একটি সিনেমার গল্প'।

আরও পড়ুন,এ কোন ভাষায় গানের চর্চা করছেন সুদীপ্তা, ভিডিও দেখে মুগ্ধ হলেন পরম

এই ছবির আরও একটি অন্য়তম আকর্ষন হল মিউজিক। যেখানে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, বিশিষ্ট শিল্পি রুণা লায়লা। তাই মন ভরে যাওয়া সুরে আর আলমগীরের ফ্রেমে ঋতুপর্ণা  আবার  দুই বাংলারই মন জয় করলেন।
 

Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari