ওয়েস্টার্ন লুকে বাজিমাত সর্বজয়ার, দেবশ্রীর ভোলবদলে চোখ কপালে ভক্তদের

এবার সর্বজয়ার ভোলবদলে চমকে গেলেন অনুরাগীরা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করলেন দেবশ্রী রায় (Deboshree Roy)। যা দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ছাপোষা গৃহবধূর পোশাক ছেড়ে ওয়েস্টার্ন লুকে ধরা দিলেন 'সর্বজয়া' (Sarbojaya)। শাড়ি ছেড়ে একবারে কালো রঙের অফ শোল্ডার টপ ,কালো ট্রাউজার এবং সি-গ্রিন রঙের জ্যাকেট পরেই ছবিতে পোজ দিয়েছেন দেবশ্রী। আচমকাই এই ভোলবদলে চোখ সরাতে পারছেন না ভক্তরা। তবে কি ধারাবাহিকের জন্যই এই পরিবর্তন।  তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।


দীর্ঘদিন বাদে বাংলা ধারাবাহিক দিয়েই  রুপোলি পর্দায় ফিরেছেন দেবশ্রী রায়। জি বাংলার  ধারাবাহিক 'সর্বজয়া'র হাত ধরেই দর্শকদের মন জিতে নিয়েছেন বাংলা চলচ্চিত্রের প্রথম সারির অভিনেত্রী দেবশ্রী রায়।  তবে পর্দার ফেরার পর থেকেই যেন একের পর এক গোল দিচ্ছেন সর্বজয়া চৌধুরী। তার অভিনয় নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। তার সহজাত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন দেবশ্রী রায়। তবে প্রতিটা পরতে পরতে যেন তার দীর্ঘ লড়াই। লড়াই-সংগ্রাম করেই নিজেকে বারেবারে প্রমাণ করছেন সর্বজয়া। এবার সর্বজয়ার ভোলবদলে চমকে গেলেন অনুরাগীরা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করলেন দেবশ্রী রায়। যা দেখা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ছাপোষা গৃহবধূর পোশাক ছেড়ে ওয়েস্টার্ন লুকে ধরা দিলেন সর্বজয়া। শাড়ি ছেড়ে একবারে কালো রঙের অফ শোল্ডার টপ ,কালো ট্রাউজার এবং সি-গ্রিন রঙের জ্যাকেট পরেই ছবিতে পোজ দিয়েছেন দেবশ্রী। আচমকাই এই ভোলবদলে চোখ সরাতে পারছেন না ভক্তরা। তবে কি ধারাবাহিকের জন্যই এই পরিবর্তন।  তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Latest Videos

 

 

পর্দার সর্বজয়ার সঙ্গে যেন বাস্তবের কোনও মিলই নেই। জানা গেছে, ম্যাগাজিনেক কভার শুটের জন্যই এই ভোলবদল। এর পাশাপাশি আরও জানা গেছে সর্বজয়া ধারাবাহিকেও এখন থেকে মাঝে মধ্যেই তাকে প্যান্ট ও স্যুটে দেখা যাবে। সবমিলিয়ে দেবশ্রীর ভোলবদলে সকলেরই চোখ কপালে উঠেছে। ধারাবাহিকে এখন অসুস্থ হওয়ার নাটক করছে সর্বজয়া। যার প্রধান উদ্দেশ্য, পরিবারের লোকেদের হাত থেকে ব্যবসা বাঁচানো। এবার সেই  কারণেই নিজেকে পুরোপুরি পাল্টে ফেলছেন সর্বজয়া। এবার বড় টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে। স্বামী সঞ্জয় চৌধুরী অসুস্থ হওয়ার পর থেকেই নয়া রূপে সর্বজয়াকে দেখতে পাচ্ছেন দর্শকরা। ঘরোয়া ছাপোষা গৃহবধূ যেন রাতারাতি হয়ে উঠেছেন সাক্ষাৎ দশভূজা। ঘরে-বাইরে সমান তালে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন সর্বজয়া। পরিবারের সকলেই তাকে কোণঠাসা করার চেষ্টা করলেও তাতে সকলেই ব্যর্থ হচ্ছেন। কারণ নিজের লক্ষ্য এবং বুদ্ধি দিয়েই প্রতিটা পদক্ষেপ সফল হচ্ছেন বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় চৌধুরীর স্ত্রী সর্বজয়া চৌধুরী।

 

আরও পড়ুন-সুডৌল স্তনযুগলকেও হার মানাচ্ছে নিতম্ব, 'সেক্সবম্ব' মালাইকার শরীরী নেশায় পুড়ে ছাই সাইবারবাসী

আরও পড়ুন-চরম হেনস্তার শিকার হয়ে নিজের মুখও দেখতে চাইতেন না বিদ্যা বালন, কেন জানেন

আরও পড়ুন-কালারিং সুইমস্যুটে গর্জিয়াস ক্যাটরিনা, হোলির আগেই সুপারহট লুকে শরীরী মোচড় ভিকি ঘরনির

 

'সর্বজয়া' ধারাবাহিক দিয়েই টেলিভিশনের পর্দায় নতুন ইনিংস শুরু করেছেন দেবশ্রী রায়। টলি ইন্ডাস্ট্রির এক সময়ের প্রথম সারির নায়িকা। এক ডাকে সকলেই চেনে তাকে। একটা সময় প্রসেনজিৎ, থেকে তাপস পাল, চিরঞ্জিতদের সঙ্গে প্রচুর সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী দেবশ্রী রায়। বিগত অনেক বছর ধরে টেলিভিশনের পর্দায় তাকে আর দেখা যায়নি। দীর্ঘ ৪ বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশন-এ ফিরছেন দেবশ্রী রায়।  আর ফিরেই বাজিমাত করছেন অভিনেত্রী। পর্দার সর্বজয়ার সঙ্গে প্রচুর মিলও রয়েছে বাস্তবের সর্বজয়া চৌধুরীর। কারণ বাস্তবে দেবশ্রী রায়ও যে কোনও চ্যালেঞ্জ নিতে এগিয়ে। কিন্তু পর্দার সর্বজয়া একদম ঘরোয়া। যদিও দেবশ্রীও খুবই সাধারণ। সর্বজয়ার মতো দেবশ্রীও দায়িত্ব নেয় অন্যভাবে। সর্বজয়া হল একজন গৃহিনীর চিত্তাকর্ষক কাহিনী, যিনি তার নিজের প্রতিভা এবং নিজের জীবনের জন্য নিজের সন্তানকে লালন -পালন করতে এবং নিজের সম্পর্কে দুবার চিন্তা না করেই তার পরিবারের দেখাশোনা করার জন্য আত্মত্যাগ করছেন। এক নারীর সমস্ত প্রতিকূলতা জয় করে এগিয়ে চলার গল্প বলছে সর্বজয়া।  
 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury