অভিনয় জগতে মিলবে কাজ, প্রতারণার শিকার হাজার হাজার, ফাঁদে পা নয়, সতর্ক করলেন সায়নী

  • অভিনয় জগতে কাজ দেওয়া নিয়ে ভুঁয়ো তথ্য
  • বিজ্ঞাপন দেখে হাজার হাজার মানুষ প্রতারিত
  • ভক্তদের সতর্ক করলেন অভিনেত্রী সায়নী ঘোষ
  • সোশ্যাল মিডিয়ায় দিলেন ভিডিও বার্তা 

Jayita Chandra | Published : Aug 30, 2020 10:10 AM IST / Updated: Aug 30 2020, 03:43 PM IST

কঠিন পরিস্থিতির সুযোগ নিচ্ছে একাধিক সংস্থা। করোনার কোপে বহু মানুষ হারিয়েছেন চাকরি, তাই পেটে দায়ে মাথা চারা দিয়ে উঠেছে বেশ কিছু ভুঁয়ো সংস্থা, যাঁরা টাকা তচ্ছরূপ করে বেমালুম ঠকিয়ে চলেছেন সাধারণ মানুষকে। এবার বিনোদন জগতের এমনই ফাঁদ নিয়ে খোলামেলা মন্তব্য করলেন সায়নী ঘোষ। মাঝে মধ্যেই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে উঠে আসে একাধিক সংস্থার নাম, রাস্তায় মেলে বিজ্ঞাপন, একটা ফোনেই অভিনয়ের সুযোগ। 

আরও পড়ুনঃ বোল্ড লুকে ঝড়, চাহিদা বাড়ছে দিশার উষ্ণতার, অনলাইন সার্ভেতে উঠে এলো নয়া তথ্য

বিনোদন জগতে কাজ করার স্বপ্ন বুকে নিয়ে হাজার গহাজার মানুষ সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে থাকেন। বিজ্ঞাপনে দেওয়া ঠিকানাতে পৌঁচ্ছে গিয়ে সেখানে বেশ মোটা অঙ্কের টাকাও দিয়ে থাকেন অনেকে। সেখান থেকেই বিভিন্ন সময় জানানো হয়, প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে, পরবর্তী সুযোগ করে দেওয়া হবে অভিনয়ের। ফর্ম ভর্তি করেই দিতে হয় হাজার হাজার টাকা। এরপর কোনও যোগাযোগই করেন না সেই সব সংস্থা। 

টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ এবার ভক্তদের সতরেক করো দিয়ে জানালেন, এই ধরনের কোও সংস্থাতে টাকা দিয়ে দেওয়া নয়। ভালো করে তা ক্ষতিয়ে দেখার প্রয়োজন। অনেক সংস্থার কাছে লেখাও যে অমুক-তমুক অভিনেত্রী-অভিনেতারা শেখাবেন অভিনয়। আদেও সেই অভিনেতা-অভিনেত্রীরা কিছুই জানতে পারেন না। তাই কোনও রকমের হাতছানিতে ভেসে যাওয়া নয়। টাকা লেনদেনের আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন সায়নী। 

Share this article
click me!