পাওলি আমায় শিখিয়েছে রোমান্স কী করে করতে হয়, বললেন পরিচালক

  • ছবি নিয়ে কী বললেন শিবপ্রসাদ
  • পাওলি-শিবপ্রসাদ জুটি নিয়ে কেমন
  • ছবির গান কতটা প্রভাব ফলবে 

আর মাত্র দুদিনের অপেক্ষা। তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি কন্ঠ। পুনরায় বাস্তব থেকে তুলে আনা পটভূমিতেই সম্পর্কের জ্বাল বুঁনেছেন পরিচালক। ছবির পটভূমিকে ঘিরে রয়েছে ক্যান্সার। মানুষের স্বপ্ন, আশা, ভরসা টুকু যখন ধুয়ে মুছে যায়, তখনই সে নিজেকে গুটিয়ে নেয় সমাজ থেকে। কিন্তু এই অবস্থাতেও যে মনের জোড়ে নতুন পথ খুলে যেতে পারে তারই এক সহজ সমীকরণের দিশা দেবে কন্ঠ।

একের পর এক গান সোশাল মিডিয়াতে মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। জনপ্রিয়তা পেয়েছে অনেক। তারই তৃতীয় গান মুক্তির অনুষ্ঠানে এসে ধরা দেয় এই ছবির নায়ক-নায়িকা। নায়ক তথা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবির দৃশ্যায়ণ নিয়ে বলেন- আমাকে রোমান্স শিখিয়েছে পাওলি। এই ছবির অভিনেত্রী পাওলিও সহাস্যে জানায়, এই জন্যই শিবপ্রসাদ এত ভালো সংলাপ লেখেন। তবে এই ছবিতে অপর এক গুরুত্বপূর্ন চরিত্রে দর্শক পাবেন জয়া আহসান-কে।

Latest Videos

কন্ঠ-কে ঘিরেই গড়ে ওঠা, প্রেম, সম্পর্ক, আবেগের ভীত যখন নড়ে ওঠে, তখনো কী সম্পর্কগুলো ততটাই সহজ থাকে, না কী সময়ের সঙ্গে সঙ্গে তা বদলাতে পারে নিজের রূপ, তারই প্রতিচ্ছবি কন্ঠ।

ছবির গান নিয়ে পরিচালক জানান, ইতিমধ্যেই প্রসেনের গলায় চুপকথা গানটি দর্শকের মন ছুঁয়েছে, এরই মধ্যে অবাগজল গানটি প্রাণ দিয়ে গেয়ে আবারও সকলের নজর কারল প্রসেন।

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today