'বাবা' জিৎ-কে মেয়ের আদর, নেট দুনিয়ায় ভাইরাল হল ছবি

  • প্রকাশ্যে এলো জিৎ কন্যার ছবি
  • বাবার সঙ্গে মানানসই পোশাকে নজর কাড়লেন তিনি
  • জিৎ-এর কোলে নভন্যা
  • কেমন দেখতে জিৎ-এর কন্যাকে দেখুন

বাবা মেয়ের সম্পর্ক মানেই তা মধুর। সে যতই সেলিব্রিটি হক না কেন, দিনের শেষে, শ্যুটিং সেরে বাড়ি ফিরে নিপাট বাবার ভূমিকায় সকলেই ফিরে পেতে চান পারিবারিক সুখ। সেই তালিকা থেকে বাদ পরলেন না অভিনেতা জিৎ-ও।  তার কন্যা নভন্যার দেখা মিলেছিল শিশু বয়সেই, তারপর থেকে বেশ কিছুদিন ভক্তের নজরে আসেনি এই স্টার কন্যা। তার কোনও ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না অভিনেতা। ফলেই তাকে কেমন দেখতে হয়েছে, কত বড় হল, তা নিয়ে ভক্তের মহলে প্রশ্ন থেকেই যায়। 
সেই প্রশ্নের উত্তর মিলল এবার। জিৎ-এর কোলে তার কন্যা নভন্যার ছবি এবার প্রকাশ্যে এলো সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তা ভাইরালও হল ভক্ত মহলে। সকলের কাছেই পৌঁচ্ছেল বাবার কোলে নভন্যার ছবি।

একই রঙের পোশাক পরে দুজনকে বেশ মানিয়েছে এই ছবিতে। শুধু তাই নয়, তাদের সম্পর্কের গভীরতাও ফুঁটে উঠল ছবির পরতে পরতে। ফলেই ভক্তের কিছুটা কৌতুহল মেটাতে সক্ষম হল এই ছবি। নজরে এলো জিৎ কন্যা। নভন্যা এখন তার পড়াশুনো নিয়ে বেজায় ব্যাস্ত, তার ফাঁকে বাবাকে কাছে পাওয়ার আনন্দও এই ছবিতে ধরা দিল এই দিন। সবদিক বজায় রাখতেই অভিনেতা বেশি পছন্দ করেন। বরাবরই জিৎ তার নিজের পরিবারের প্রতি বেশি যত্নশীল। কাজের মধ্যে থাকলেও, যেটুকু সময় তিনি হাতে পান, তার অভিকাংশটাই তিনি পরিবারের সঙ্গে কাটাতে বেশি পছন্দ করেন।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে সংঘাতের পর প্রতিক্রিয়া Abhijit Ganguly-র
Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল