প্রকাশ্যে দীপিকার সঙ্গে খুনশুঁটি রণবীরের! তারকা দম্পতির মশকরা নিয়ে আলোচনায় নেটিজেনরা

swaralipi dasgupta |  
Published : Jun 25, 2019, 06:07 PM IST
প্রকাশ্যে দীপিকার সঙ্গে খুনশুঁটি রণবীরের! তারকা দম্পতির মশকরা নিয়ে আলোচনায় নেটিজেনরা

সংক্ষিপ্ত

দীপিকা পাডুকোন ছবি পোস্ট করলেই তাতে নিয়ম করে কমেন্ট করেন রণবীর সিং ব্যস্ততা যতই থাক গিন্নির ছবিতে কমেন্ট করার ব্যাপারেও খুব দায়িত্বশীল তিনি। কখনও স্ত্রীর ছবি দেখে মুগ্ধ হয়ে ছবি পোস্ট করেন আবার কখনও দীপিকার সঙ্গে রসিকতাও করেন  

দীপিকা পাডুকোন ছবি পোস্ট করলেই তাতে নিয়ম করে কমেন্ট করেন রণবীর সিং। ব্যস্ততা যতই থাক গিন্নির ছবিতে কমেন্ট করার ব্যাপারেও খুব দায়িত্বশীল তিনি।  কখনও স্ত্রীর ছবি দেখে মুগ্ধ হয়ে ছবি পোস্ট করেন। আবার কখনও দীপিকার সঙ্গে রসিকতাও করেন। 

সম্প্রতি দীপিকা একটি সবুজ রংয়ের পোশাকে ছবি পোস্ট করেন। কচি কলাপাতা রংয়ের এই পোশাক দেখলেই গাছগাছালির কথা মাথায় আসে। তাই দীপিকাও ক্যাপশনে লেখেন, বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ছবিটা পোস্ট করতে দেরিই হয়ে গেল। সেই ছবিতে কমেন্ট করেন রণবীর, আমাকে তো অনেক সবুজ খেতে বলা হয়েছে। এই কমেন্ট করে একটি চোখ মারার ইমোজি পোস্ট করেন রণবীর। মুহূর্তে ছবি ও কমেন্ট নিয়ে ভক্তরা আলোচনা শুরু করে দেন। 

 

 

প্রসঙ্গত, এই মুহূর্তে রণবীর সিং কপিল দেবের বায়োপিক ৮৩-তে কাজ করছেন। এই ছবিতে তাঁর স্ত্রী-র ভূমিকাতেও দেখা যাবে দীপিকা পাডুকোনকে। দুজনে এর আগেও তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। কিন্তু প্রতিটি ছবিতেই পরিণতি হিসেবে মৃত্যু দেখানো হয়েছে। কিন্তু এই ছবিতে তেমন কোনও পরিণতি নেই। 

উল্লেখ্য ২০১৮-র নভেম্বরে লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর ও দীপিকা। প্রায় ১৫ দিন ধরে চলেছিল তাঁদের বিয়ে উৎসব।  

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার