সৃজিতের কোন ছবিতে ফের গান গাইছেন সোনু! টুইট করলেন খোদ পরিচালক

swaralipi dasgupta |  
Published : Jul 30, 2019, 04:32 PM IST
সৃজিতের কোন ছবিতে ফের গান গাইছেন সোনু! টুইট করলেন খোদ পরিচালক

সংক্ষিপ্ত

সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবিতে গান গাইতে চলেছেন সোনু নিগম সোনু নিগমের জন্মদিন উপলক্ষে আজ টুইট করে নিজেই জানিয়েছেন পরিচালক মঙ্গলবার, সৃজিৎ জানান তাঁর ছবি গুমনামি-তে গান গাইবেন সোনু।

সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবিতে গান গাইতে চলেছেন সোনু নিগম। সোনু নিগমের জন্মদিন উপলক্ষে আজ টুইট করে নিজেই জানিয়েছেন পরিচালক। 

মঙ্গলবার, সৃজিৎ জানান তাঁর ছবি গুমনামি-তে গান গাইবেন সোনু। সৃজিৎ লেখেন, শুভ জন্মদিন সোনু নিগম। গুমনামি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান গাওয়ার জন্য ধন্যবাদ। 

 

 

তবে এই প্রথম নয়। এর আগেও সৃজিতের ছবিতে গান গেয়েছেন সোনু। ২০১৩ সালে মিশর রহস্য ছবিতেও একটি গান গেয়েছিলেন সোনু  নিগম। 

প্রসঙ্গত, গুমনামি ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য দেখানো হবে। এখানে এক গুমনামি বাবার চরিত্র রয়েছে। সেই গুমনামি বাবা-ই কি নেতাজি! এই নিয়েই ছবি। শ্রীভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় এই ছবি তৈরি হচ্ছে। এই ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

প্রসঙ্গত, সম্প্রতি উত্তমকুমারের মৃত্যুদিনে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে সেরা ছবির পুরষ্কার পেয়েছে সৃজিতের এক যে ছিল রাজা। এই ছবিতে অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্ত। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?