উমা-ঝুমার পরে 'দুপুর ঠাকুরপো'-য় এবারের বউদিটি কে! প্রকাশ্যে ট্রেলার

swaralipi dasgupta |  
Published : Jul 30, 2019, 03:52 PM ISTUpdated : Jul 30, 2019, 03:53 PM IST
উমা-ঝুমার পরে 'দুপুর ঠাকুরপো'-য় এবারের বউদিটি কে! প্রকাশ্যে ট্রেলার

সংক্ষিপ্ত

হইচই-এর দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজে ঝড় তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায় উমা বউদির ভূমিকায় স্বস্তিকাকে দেখে মুগ্ধ হয়েছিলেন দেওররা এই ওয়েব সিরিজের পরের সিজনে ঝুমা বউদির ভূমিকায় দেখা যায় ভোজপুরী অভিনেত্রী মোনালিসা  এবার আসছে তৃতীয় সিজন। কিন্তু বউদিটি কে এবার   

হইচই-এর দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজে ঝড় তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়। উমা বউদির ভূমিকায় স্বস্তিকাকে দেখে মুগ্ধ হয়েছিলেন দেওররা। এই ওয়েব সিরিজের পরের সিজনে ঝুমা বউদির ভূমিকায় দেখা যায় ভোজপুরী অভিনেত্রী মোনালিসা। এবার আসছে তৃতীয় সিজন। 

এই সিজনে কাকে দেখা যাবে বউদির চরিত্রে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে জানা গিয়েছে এবারের বউদি কে। এই বারে দেখা যাবে ফুলওয়া বউদিকে। ফুলওয়া বউদির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ফ্লোরা সাইনিকে। 

 

 

সম্প্রতি হইচইতে মুক্তি পেয়েছে সিজন ৩-এর ট্রেলার। ট্রেলারের শেষে গিয়ে ফুলওয়া বউদির মুখ দেখা যায়। তবে স্বস্তিকা ও মোনালিসাকে ফ্লোরা ছাপিয়ে যেতে পারবেন কি না তাই এখন দেখার। 

প্রসঙ্গত, বেশ কিছু তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন ফ্লোরা। শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন ফ্লোরাই। এছাড়া বেগন জান, লক্ষ্মী, দাবাং ২-তেও অভিনয় করেছেন ফ্লোরা। ওয়েব সিরিজের মধ্যে মেড ইন ইন্ডিয়া, গন্দি বাত-এ অভিনয় করে জনপ্রিয় হয়েছেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার