সৃজিতের কোন ছবিতে ফের গান গাইছেন সোনু! টুইট করলেন খোদ পরিচালক

  • সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবিতে গান গাইতে চলেছেন সোনু নিগম
  • সোনু নিগমের জন্মদিন উপলক্ষে আজ টুইট করে নিজেই জানিয়েছেন পরিচালক
  • মঙ্গলবার, সৃজিৎ জানান তাঁর ছবি গুমনামি-তে গান গাইবেন সোনু।
swaralipi dasgupta | Published : Jul 30, 2019 11:02 AM IST

সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবিতে গান গাইতে চলেছেন সোনু নিগম। সোনু নিগমের জন্মদিন উপলক্ষে আজ টুইট করে নিজেই জানিয়েছেন পরিচালক। 

মঙ্গলবার, সৃজিৎ জানান তাঁর ছবি গুমনামি-তে গান গাইবেন সোনু। সৃজিৎ লেখেন, শুভ জন্মদিন সোনু নিগম। গুমনামি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান গাওয়ার জন্য ধন্যবাদ। 

Latest Videos

 

 

তবে এই প্রথম নয়। এর আগেও সৃজিতের ছবিতে গান গেয়েছেন সোনু। ২০১৩ সালে মিশর রহস্য ছবিতেও একটি গান গেয়েছিলেন সোনু  নিগম। 

প্রসঙ্গত, গুমনামি ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য দেখানো হবে। এখানে এক গুমনামি বাবার চরিত্র রয়েছে। সেই গুমনামি বাবা-ই কি নেতাজি! এই নিয়েই ছবি। শ্রীভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় এই ছবি তৈরি হচ্ছে। এই ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

প্রসঙ্গত, সম্প্রতি উত্তমকুমারের মৃত্যুদিনে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে সেরা ছবির পুরষ্কার পেয়েছে সৃজিতের এক যে ছিল রাজা। এই ছবিতে অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্ত। 

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু