Mithai : মিঠাই-সিদ্ধার্থর চুলোচুলি, এক বছর পূর্তিতে আর কী কী কান্ড ঘটল 'মনোহরা'য়

দেখতে দেখতে এক বছর পার করে ফেলল মিঠাই ধারাবাহিক । গত ৪ ঠা জানুয়ারি 'মিঠাই' ধারাবাহিকের এক বছর পূর্ণ হল। এবং এক বছর পূর্তিতে মনোহরায় ছিল জমজমাট সেলিব্রেশন। মিঠাইয়ের সেট থেকে সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ার ফ্যানপেজে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রীতিমতো একে অপরের সঙ্গে চুলোচুলি করছেন সৌমিতৃষা ও আদৃত । এবং সেই চুলের মুটি টেনে মারপিটের ছবি দেখে হতবাক হয়েছে অনুরাগীরা। 

একটানা প্রায় ৩৯ সপ্তাহ ধরে শীর্ষস্থানে রয়েছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'মিঠাই'  ( Mithai) । টিআরপি-লিস্টে সকলের শীর্ষে সর্বদাই বিরাজমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। ।  আর এই সিরিয়ালের যিনি সবচেয়ে মূল আকর্ষণ তিনি হলেন সকলের প্রিয় মিঠাই রানি। টেলি সিরিয়ালের সবচেয়ে পছন্দের নায়িকাও তিনি।  তার রূপের জাদুতে মুগ্ধ দর্শক। টিআরপি-র তালিকায় ছক্কা হাঁকানো থেকে বাঙালির সর্বত্র চর্চায় রয়েছেন মিঠাই রানি। প্রতিদিন সন্ধে ৮ টা হতেই মোদক পরিবারের খুনসুটি দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। দেখতে দেখতে এক বছর পার করে ফেলল মিঠাই ধারাবাহিক ( Mithai serial one year grand celebration)। গত ৪ ঠা জানুয়ারি 'মিঠাই' ধারাবাহিকের এক বছর পূর্ণ হল। এবং এক বছর পূর্তিতে মনোহরায় ছিল জমজমাট সেলিব্রেশন। শুটিংয়ের পাশাপাশি ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরা চুটিয়ে আনন্দ করলেন।

মিঠাই ও তার উচ্ছেবাবুর সম্পর্ক নিয়ে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। তার উপর বছর গড়াতেই চিত্রটা পুরো অন্য। কেক কেটে হই-হুল্লোড় করে বিশেষ দিন উদযাপন করলেন টেলি ধারাবাহিকের নায়িকা ( Soumitrisha Kundu )  সৌমিতৃষা কুন্ডু , আদৃত রায় (Adrit Roy ) , সৌরভ, উদয় সহ মিঠাই পরিবারের সকলে। তবে মিঠাইয়ের সেট থেকে সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ার ফ্যানপেজে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রীতিমতো একে অপরের সঙ্গে চুলোচুলি করছেন ( Soumitrisha Kundu ) সৌমিতৃষা ও আদৃত (Adrit Roy )। এবং সেই চুলের মুটি টেনে মারপিটের ছবি দেখে হতবাক হয়েছে অনুরাগীরা। মিঠাই ভক্তরা এই ছবি দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, 'এক বছরের বাচ্চাদের মতো মারপিট করছে এরা', আবার  কেউ লিখেছেন, 'অফস্ক্রিনেও মিঠাই রানি ও উচ্ছেবাবুর রসায়ন দেখার মতো'।

Latest Videos

 

 

সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu )  । মনোহরা বিক্রি করা মিঠাইয়ের মোদক বাড়ির বউ হয়ে ওঠা এবং সিদ্ধার্থর সঙ্গে তার সম্পর্কের সমীকরণই এই সিরিয়ালের মূল ইউএসপি। নতুন বছরে নাকি আরও বড় চমক অপেক্ষা করছে মিঠাই ভক্তদের জন্য। তবে সবকিছুর মধেই নিজেদের সাফল্যটাকে চুটিয়ে এনজয় করেছে মিঠাই পরিবার। মোদক পরিবারের সকলেই একসঙ্গে কেক কেটে এক বছর বর্ষপূর্তি পালন করেছে। কোভিড বিধি মেনেই চলেছে সেলিব্রেশন। কেক কাটার ছবিতে  সকলের মুখে ছিল মাস্ক। কিন্তু জয়ের হাসি সকলের মুখে ফুটে উঠেছিল।

 

 

আরও পড়ুন-Aishwarya Rai: শরীরী নেশায় নয়, খিলখিল হাসিতে ধুকপুকানি বাড়িয়ে দিলেন ২৫ বছর আগের ঐশ্বর্য

আরও পড়ুন-Ritabhari : অন্তর্বাসের উপর দিয়ে ঠিকরে বেরোচ্ছে বক্ষের খাঁজ, 'BOSSBABY'-র অ্যাটিটিউটে মুগ্ধ ভক্তরা

আরও পড়ুন-Happy Birthday Deepika Padukone : গোপন সঙ্গমের পর প্রতরণা সহ্য করতে পারেননি দীপিকা, কী পরিণতি হয়েছিল মস্তানির

 

নিজের ইনস্টাগ্রামে পুরো মিঠাই ( Mithai) পরিবারের একসঙ্গে কেক কাটার মুহূর্ত শেয়ার করে সৌমিতৃষা ( Soumitrisha Kundu ) লিখেছেন,'সেলিব্রেশন... ভালবাসা.. জার্নিটা এভাবেই চলতে থাকুক' । তবে সেলিব্রেশনের মধ্যে সিডি বয় আর মিঠাই রানির চুলোচুলি সবচেয়ে বেশি নজর কেড়েছে মিঠাই ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। কীভাবে ফ্যানদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত সৌমিতৃষা কুন্ডু। 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM