Zee Bangla Dadagiri: করোনা কাটিয়ে দাদাগিরির সেটে দাদা, আজ থেকেই শ্যুটিং শুরু সম্ভাবনা

দাদাগিরির সেটে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আবারও শুরু হতে চলেছে শ্যুটিং, খুশির মেজাজে ভক্তমহল। 

দিনভর একের পর এক সেলিব্রিটির (Tollywood Celebrity) করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে সামনে, তেমনই করোনায় আক্রান্তের খবর শেয়ার করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ।  এই খবর প্রকাশ্যে আসতেই সকলেই অভিনেতারর দ্রুত আরোগ্য কাম্য করে। দিনভর একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। টলিউডে (Tollywood Celebrity) সেলেব মহলে করোনার দাপট। গত কয়েকমাস ধরে রমরমিয়ে চলছিল ছবির কাজ, চলছিল সিনে দুনিয়া চেনা ছন্দে, এমনই অবস্থায় বছরের শুরুতে করোনার কোপে নাজেহাল বিভিন্ন সেক্টর। একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর উঠে আসছে সামনে।

সেই তালিকাতেই বছর শেষে নাম লিখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহারাজের অসুস্থতার খবরে ভক্তমহেল বেজায় নেমে আসে দুশ্চিন্তা, ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে বর্তমানে সুস্থ রয়েছেন, কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর জেরে বন্ধ হয়ে যায় দাদাগিরির শ্যুটিং। জি বাংলার এই রিয়ালিটি শো-এর মধ্যে দিয়েই দাদার সঙ্গে নিত্য যোগাযোগ দর্শকদের, সপ্তাহের শেষে ড্রইং রুমে দাদার কীর্তি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার কারণে বন্ধ থাকা শ্যুটিং এবার শুরু হওয়ার পথে। 

Latest Videos

সম্ভাব্য বুধবার থেকেই শুরু হতে চলেছে শ্যুটং,, এতেই বেজায় স্বস্তিতে ভক্তমহল। ২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া (Cine World) থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ  (Corona Positive) খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া সেলেবমহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দি, টলিউড থেকে শুরু করে বলিউড, একের পর এক সেলেবদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। 

আরও পড়ুন- Uma Upcoming Episode: শুরু আগুন নিয়ে খেলা, আলিয়ার মুখোমুখি উমা

আরও পড়ুন- Aparajita Apu Coming Episode: দুই ছেলেকে একসঙ্গে ফেরত চাই অবলার, অপু কি পারবে

যদিও শ্যুটিং বন্ধ নিয়ে এখনই কোনও খবর সামনে আসেনি, তবে বেশ কিছু ছবির কাজ বর্তমানে স্থগিত করে রাখা হয়েছে, অন্যদিকে ধারাবাহিকের কাজ চলছে রমরমিয়ে, যদিও সিনে জগতে করোনার ছাপ বর্তমান, এর মধ্যেই আক্রান্ত হওয়ার খবর মিলেছে সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়ের, তারই মাঝে খবর মিলেছিল পার্নো মিত্রের (Parno Mitra)  আক্রান্তের। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly) করোনায় আক্রান্ত হয়েছে। করোনা থাবা বসিয়েছিল দেব-রুক্মিনীর দেহেও, ঋদ্ধি সেন থেকে শুরু করে ইমন, অরিজিৎ সিং আক্রান্ত করোনায়।  এর মধ্যেই আক্রান্ত হওয়ার খবর মিলেছে সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়ের, তারই মাঝে খবর মিলেছিল পার্নো মিত্রের আক্রান্তের।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia