কী খেয়ে নিজের যৌবন ধরে রেখেছেন সৌরভ, মহারাজের ডায়েট চার্ট ফাঁস হল 'দাদাগিরি'-তে

সম্প্রতি 'দাদাগিরি'র  সিজন ৯-এ উপস্থিত হয়েছিলেন টেলিপাড়ার তরাকারা। মিঠাই পরিবারের এক সদস্য অর্পিতা মুখোপাধ্যায় সৌরভকে সরাসরি বলেন, তোমাকে বরাবরই দেখি সেই একইরকম হ্যান্ডসাম। তুমি এতটাই সুন্দর যে তোমাকে দেখেই যেন সবটা ভুলে যায়। এটা বলেই অর্পিতা মহারাজকে প্রশ্ন করেন, আমি তোমার কাছ থেকে ডায়েটটা জানতে চাই। সারাদিন কী কী খান। কী খেয়েই বা নিজেক ধরে রেখেছেন দাদা,এসব কিছুই সৌরভের থেকে জানতে চান অর্পিতা। দাদাও কোনও লুকোছাাপা করেননি, বরং হাসিমুখেই তার জবাব দিয়েছেন। সৌরভ গাঙ্গুলি বলেন, তার দিন শুরু হয়  সবুজ উচ্ছের রস দিয়ে। এর পাশাপাশি খাদ্যতালিকা থেকে চিকেন, মাটন, মিষ্টি, চকোলেট সব কিছুই বাদ দিয়ে দিয়েছেন। যা শুনে সকলেই প্রায় হতবাক।

খুব শীঘ্রই শেষ হতে চলেছে জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি'।  শনি ও রবিবার এলেই ঠিক সময়ে টিভির পর্দায় চোখ থাকে না এমন দর্শকের সংখ্যা প্রায় হাতে গোনা। 'দাদাগিরি'র শেষের সময় যত এগিয়ে আসছে ততই যেন চমক বাড়ছে। খুব জলদি শেষ হতে চলেছে  'দাদাগিরি'র  সিজন ৯। ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনালেক শুটিংও শেষ হয়ে গেছে । তা নিয়ে নানারকম চর্চা শুরু হয়ে গেছে। কী কী নতুন নতুন চমক আসতে চলেছে তা নিয়ে সকলের নজর রয়েছে। ইতিমধ্যেই কানাঘুষোতে শোনা যাচ্ছে 'দাদাগিরি'র  সিজন ৯ গ্র্যান্ড ফিনালে ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে নাচ করবেন স্বয়ং মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। ভক্তরাও মহারাজের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে চাইছে। তবে 'দাদাগিরি' শেষ হওয়ার খবরে সকলেরই মনখারাপ। তবে শেষের আগে যে বড়সড় ধামাকা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তারই ঝলক প্রকাশ্যে এল।

সম্প্রতি 'দাদাগিরি'র  সিজন ৯-এ উপস্থিত হয়েছিলেন টেলিপাড়ার তরাকারা। মিঠাই পরিবারের এক সদস্য অর্পিতা মুখোপাধ্যায় সৌরভকে সরাসরি বলেন, তোমাকে বরাবরই দেখি সেই একইরকম হ্যান্ডসাম। তুমি এতটাই সুন্দর যে তোমাকে দেখেই যেন সবটা ভুলে যায়। এটা বলেই অর্পিতা মহারাজকে প্রশ্ন করেন, আমি তোমার কাছ থেকে ডায়েটটা জানতে চাই। সারাদিন কী কী খান। কী খেয়েই বা নিজেক ধরে রেখেছেন দাদা,এসব কিছুই সৌরভের থেকে জানতে চান অর্পিতা। দাদাও কোনও লুকোছাাপা করেননি, বরং হাসিমুখেই তার জবাব দিয়েছেন। সৌরভ গাঙ্গুলি বলেন, তার দিন শুরু হয়  সবুজ উচ্ছের রস দিয়ে। এর পাশাপাশি খাদ্যতালিকা থেকে চিকেন, মাটন, মিষ্টি, চকোলেট সব কিছুই বাদ দিয়ে দিয়েছেন। যা শুনে সকলেই প্রায় হতবাক।

Latest Videos

 

 

বাঙালির সঙ্গে ভুরিভোজের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আর মহারাজ কিনা খাওয়া-দাওয়া নিয়ে এত কড়াতড়ি। আসলে গত বছরের শুরুকেই সৌরভের হৃদযন্ত্রে আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছিল। তারপর তার অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়। তারপর থেকেই খাওয়া-দাওয়া নিয়ে অনেক বেশি সচেতন সৌরভ গাঙ্গুলি। তবে সৌরভের এর কড়া ডায়েট শুনেই অর্পিতা বলে ওঠেন, এই কারণেই নাকি তার হাসিটা এত মিষ্টি। তবে মহারাজও কম কিসে। তিনিও পাল্টা বলেন, হাসির জন্যও আর ডায়েট লাগে না। ওটার জন্য দাঁত লাগে। এই সপ্তাহেই এই মজাদার এপিসোড দেখা যাবে দাদাগিরিতে।জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি' নিয়ে দর্শকদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে। তার উপর ' দাদাগিরি'  মানেই রয়েছে একের পর এক চমক। 'দাদাগিরি' এমন একটা গেম শো, যেখানে গিয়ে শুধু খেলাই নয়, বরং গোপন কেচ্ছাও ফাঁস হয় সেলিব্রিটিদের। মাঝেমধ্যেই অতিথিদের নিয়ে স্পেশ্যাল এপিসোড  হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের  'দাদাগিরি '-তে । এবার  জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি' শেষ হতে চলেছে। আর কী কী ঘটনা ঘটতে চলেছে দাদাগিরি-র এই গ্র্যান্ড ফিনালে-তে, তা জানতে হলে চোখ রাখতে হবে 'দাদাগিরি '-তে ।

আরও পড়ুন-স্তন বার করে 'ব্রা'-র উপর জ্যাকেট চাপিয়েই পার্টিতে হাজির মালাইকা, অন্তর্বাস দেখাতেই চরম ট্রোলড

আরও পড়ুন-স্ট্র্যাপলেস টপ ঠিকরে বেরোচ্ছ বক্ষযুগল, সাগরপাড়ে ধুকপুকানি বাড়ালেন মোনালিসা

আরও পড়ুন-৫০ -এও এভারগ্রিন করণ, বুক খোলা জ্যাকেটে অন্তর্বাস দেখিয়ে পার্টির মধ্যমণি মালাইকা, রইল চাঁদের হাটের একঝলক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari
সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral