শরীরী আবেদনে সকলকে মাত দিচ্ছেন 'শ্রীময়ী' কন্যা ঐশী, নেটদুনিয়ার হটকেক 'দিথি'

  • 'শ্রীময়ী' কন্যার শরীরী আবেদন
  • হটনেস চুঁইে পড়ছে ঐশী ভট্টাচার্যের
  • অফ শোল্ডারে মাত দিলেন তাবড় তাবড় অভিনেত্রীদের
  • এই বয়সেই নেটদুনিয়ার হটকেক 'দিথি'

ঐশী ভট্টাচার্যকে 'শ্রীময়ী' ধারাবাহিকে শ্রীময়ীয়ের মেয়ে হিসাবে দেখেই অভ্যস্ত দর্শকমহল। সেই ঐশী হঠাৎ আমূল পাল্টে গেলেন। অফ শোল্ডার কালো পোশাকে মাত দিচ্ছেন তাবড় তাবড় অভিনেত্রীদের। নিজের এক বন্ধুর সঙ্গে বম্বশেলের মত পোজ দিয়ে ছবি তুলেছেন ঐশী। প্রসঙ্গত, পুজোর মধ্যেই বেরিয়ে পড়েছিলেন ডেটে। সেই ডেট আর কেউ নন, বরং তার মা। মায়ের সঙ্গে পুজোয় আলাদা ঘুরতে বেরনো মানেই তা এক আলাদা অনুভূতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় মেলে ধরেছেন ঐশী। মায়ের সঙ্গে কফি শপে বসে পেটপুজোর আগেই তুলেছে সেলফি। 

এই বছর প্যান্ডেল হপিং বন্ধ তবে নিয়মাবলী মেনে বাড়ির লোকেদের সঙ্গো ঘোরায় কোনও বাধানিষেধ নেই। তাই শ্যুটিং থেকে ছাড়া পেতেই বেরিয়ে পড়েছিলেন ষষ্ঠীর দিন। শ্রীময়ীর অনস্ক্রিন মেয়ে দিথি আর সেই ছোট্ট দিথি নেই। ক্রমশ ডিভা হয়ে উঠছে সে। তবে দিথি নাকি ঐশী ভট্টাচার্য। কার ডিভা রূপ প্রকাশ পাচ্ছে ক্রমাগত। শ্রীময়ী ধারাবাহিকে শ্রীময়ীয়ের মেয়ে দিথির ভূমিকায় অভিনয় করছেন ঐশী ভট্টাচার্য। তাঁকে সোশ্যাল মিডিয়া সেনসেশন বললে খুব একটা ভুল হবে না। 

Latest Videos

আরও পড়ুনঃশঙ্খ স্যারকে ভুলতে বসেছে মোহর, কার প্রেমে পড়েছেন সোনামণি

 

ঐশীর একের পর এক ছবিতে নেটদুনিয়ায় শুরু হয় শোরগোল। ঐশী বিনোদন জগতে পদার্পণ করেন বেশ ছোট বয়স থেকেই। খনা ধারাবাহিকে খনার মেয়েবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। সেখান থেকেই এক নাগারেই টেলি এবং টলি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। এবং নিজের অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হন তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়সই শ্রীময়ী ধারাবাহিকের বিহাইন্ড দ্য সিনসের ছবি ভিডিও পোস্ট করে থাকেন ঐশী। 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?