চলতি বছরে সেরা ১১ বাংলা ছবির তালিকায় নিজের ছবি নেই একটিও, জানালেন খোদ সৃজিত

Published : Dec 30, 2019, 11:53 AM ISTUpdated : Dec 30, 2019, 12:12 PM IST
চলতি বছরে সেরা ১১ বাংলা ছবির তালিকায়  নিজের ছবি নেই একটিও, জানালেন খোদ  সৃজিত

সংক্ষিপ্ত

টলিউডে থ্রিলার, রহস্য-রোমাঞ্চ মানেই পরিচালক সৃজিত মুখার্জির ছবি চলতি বছরের একের পর এক ছবি দিয়ে বক্সঅফিসে বাজিমাত করেছেন পরিচালক সৃজিত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবির লিস্ট শেয়ার করেছেন পরিচালক সৃজিত  নিজের পছন্দের সেরা কিছু ছবির নাম শেয়ার করেছেন যেখানে নিজের একটিও ছবির নাম নেই

টলিউডে থ্রিলার, রহস্য-রোমাঞ্চ মানেই পরিচালক সৃজিত মুখার্জির ছবি। বাংলা ছবিকে অন্য মোড়ে নিয়ে গিয়েছিলেন এই পরিচালক। যার প্রতিটি ছবি দেখার জন্য সারাবছর মুখিয়ে থাকে দর্শক। তার প্রতিটি ছবির টানটান উত্তেজনা নিয়ে দর্শকদের উৎসাহের অন্ত নেই।

আরও পড়ুন-উষ্ণতার পারদ তুঙ্গে, বিকিনিতে স্যুইমিং পুলে নয়া অবতারে নবাব কন্যা সারা...

আর মাত্র কয়েকঘন্টা পরেই শেষ হতে চলেছে এক দশক। চলতি বছরের একের পর এক ছবি দিয়ে বক্সঅফিসে বাজিমাত করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর চলতি দশকের সেরা পরিচালক বলতে গেলে সবার আগে তার নামটাই উঠে আসে। কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য।

আরও পড়ুন-জাতীয় উদ্যানে ড্রোন উড়িয়ে শ্যুটিং, মোটা টাকা জরিমানা সৃজিতের...

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবির লিস্ট শেয়ার করেছেন পরিচালক সৃজিত। যেখানে নিজের পছন্দের সেরা কিছু ছবির নাম শেয়ার করেছেন তিনি কিন্তু মজার বিষয় হল সেখানে নিজের একটিও ছবির নাম নেই। ছবির তালিকা শেষ করে তিনি জানিয়েছেন, 'এই দশকের সেরা ছবির তালিকা তৈরি করা একটা ট্রেন্ড, আমিও আমার পছন্দের তালিকা তৈরি করলাম।' দেখে নিন তালিকাটি। 


 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?