গাঢ় চুম্বনে মত্ত দেব-শুভশ্রী, ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই সুখবর দিলেন 'ধূমকেতু' প্রযোজক


টলিপাড়ার প্রথমসারির স্টার কাপল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি একসময়ে সুপারহিটের তকমা পেয়েছিল। একচেটিয়া প্রচুর ছবিতে একসঙ্গে চুঁটিয়ে কাজ করেছেন দেব ও শুভশ্রী। এমনকী দুজনের মধ্যে সম্পর্ক গুঞ্জন নিয়েও কম জলঘোলা হয়নি। তবে বর্তমানে দেব এবং শুভশ্রী দুজনেই নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি টলিউডের জনপ্রিয় জুটির ভক্তদের জন্য দারুণ খবর। এবার ছবি মুক্তির ঘোষণা ছবি ধূমকেতু-র ঘোষণা করলেন প্রযোজক রানা সরকার। তাও আবার অন্য ভঙ্গিমায়। জনপ্রিয় টলি তারকার ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য দেখিয়ে ছবির ঘোষণা করলেন প্রযোজর রানা সরকার।

টলিপাড়ার প্রথমসারির স্টার কাপল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি একসময়ে সুপারহিটের তকমা পেয়েছিল। একচেটিয়া প্রচুর ছবিতে একসঙ্গে চুঁটিয়ে কাজ করেছেন দেব ও শুভশ্রী। এমনকী দুজনের মধ্যে সম্পর্ক গুঞ্জন নিয়েও কম জলঘোলা হয়নি। তবে বর্তমানে দেব এবং শুভশ্রী দুজনেই নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি টলিউডের জনপ্রিয় জুটির ভক্তদের জন্য দারুণ খবর। এবার ছবি মুক্তির ঘোষণা ছবি ধূমকেতু-র ঘোষণা করলেন প্রযোজক রানা সরকার। তাও আবার অন্য ভঙ্গিমায়। জনপ্রিয় টলি তারকার ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য দেখিয়ে ছবির ঘোষণা করলেন প্রযোজর রানা সরকার।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ধূমকেতু ২০১৬ সালেই শুট হয়েছিল। আইনি জটিলতার কারণে এই ছবির মুক্তি আটকে ছিল। শোনা গিয়েছিল  চলতি বছরেই প্রেক্ষাগৃহেই মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে রানা জানান, এসভিএফ-এর সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি কোনওরকম ব্যবসায়িক লাভের কথা না ভেবেই এই ছবির মুক্তির জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। লাইভে এসে রানা এও জানিয়েছেন, দেব এবং শুভশ্রী নানারকমভাবে সমর্থন জানিয়েছেন প্রযোজককে।

Latest Videos

আরও পড়ুন-নগ্ন শরীর, সারা গায়ে নিজের ছবি আটকে চরম ট্রোলড হলেন উরফি জাভেদ

আরও পড়ুন-যৌনমিলনের চরম মুহূর্তে কেমন পুরুষ পছন্দ মালাইকার, সেক্স লাইফ নিয়ে মুখ খুললেন অর্জুনের প্রেমিকা

আরও পড়ুন-অর্ধনগ্ন শরীরে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, দুধ সাদা বিছানায় গা এলিয়ে হট পোজে ভাইরাল ঋদ্ধিমা

ক্ষোভের সুরে প্রযোজক রানা জানিয়েছেন, এত বছর ধরে ছবিটা আটকে রয়েছে। অন্যদিকে ছবিটা করতে প্রায় খরচ হয়েছে ৪ কোটি টাকা। সেক্ষেত্রে ছবি আটকে রেখে আমার কী লাভ। আমি খুব তাড়াতাড়ি সম্ভব ছবিটা মুক্তি দেওয়ার চেষ্টা করব। তাই দেব ও শুভশ্রীর সকল অনুরাগীদের কাছে অনুরোধ, আপনার সকলে মিলে পাশে থাকুন। এবং ছবি মুক্তির পরে সকলে মিলে সিনেমা  হলে দেখতে যান। তবে এদিন আরও জানান আগামী শনিবার ফেসবুক লাইভে এসে ছবি মুক্তির দিনও ঘোষণা করবেন। সকলে যেন সেই লাইভে জড়ো হন, তাও জানিয়েছেন প্রযোজক। লাইভে এসেই ছবির ঝলকে দেব-শুভশ্রীর চুম্বনের  দৃশ্য দেখানো হয়। যেখানে দেখা যায়, একে অপরকে চুম্বন করছেন দেব ও শুভশ্রী। তবে কি চুম্বনের দৃশ্য দেখিয়েই লোক টানছেন রানা। সেই প্রসঙ্গে প্রযোজক প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ফুটেজটা আমার কাছে ছিল। যে ছেলেটা আমার সঙ্গে লাইভটি পরিচালনা করছিল রিমোটটা তার হাতে ছিল। সেই চালু করে দিয়েছে। তবে রানা সাফ জানিয়েছেন, লোক টানার জন্য এই চুম্বন দৃশ্যের কোনও প্রয়োজন নেই। এত বছর পর দেব ও শুভশ্রীকে বড়পর্দায় দেখার জন্য মানুষের আগ্রহ এমনিতেই তুঙ্গে।  ছবির গানে সুর দিয়েছেন অনুপম রায়। এছাড়াও অরিজিৎ সিং গান গেয়েছেন। ছবিতে বড় চমকও রয়েছে দর্শকদের জন্য। ছবিতে দেবের প্রস্থেটিক মেক আপে বয়স্ক লুক দেখা যাবে।  সমস্ত বাধা কেটে গেলে খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। আপাতত মুক্তির অপেক্ষায় দর্শক।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia