ইউভানের প্রথম দীপাবলি, আরবানার অ্যাপার্টমেন্টের আলোর রোশনাই মেতে উঠলেন শুভশ্রী

Published : Nov 14, 2020, 09:56 AM ISTUpdated : Nov 14, 2020, 11:44 AM IST
ইউভানের প্রথম দীপাবলি, আরবানার অ্যাপার্টমেন্টের আলোর রোশনাই মেতে উঠলেন শুভশ্রী

সংক্ষিপ্ত

ইউভানের প্রথম কালীপুজো মা শুভশ্রী এখন আনন্দে আত্মহারা আরবানার অ্যাপার্টমেন্টে আলোর রোশনাই  কেমন কাটছে মা-ছেলের ব্র্যান্ড নিউ দীপাবলি  

আরাবনা অ্যাপার্টমেন্ট সেজেছে আলোর রোশনাই। টলিউডের স্টারকিড ইউভান চক্রবর্তীর প্রথম কালীপুজো। প্রথম কালীপুজোর প্রস্তুতি কেমন চলছে। সেই ছবি পোস্ট করলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আরবানার ফ্ল্যাটে বসে শুভশ্রী। আলোকসজ্জায় ভরে উঠেছে সেই বাড়ি। সেখানেই বনো মেকআপে বসে আছেন তিনি। বাড়ির পোশাকেই সেজে উঠে একেবারে নতুন মাম্মি গ্লো নিয়ে ধার দিলেন শুভশ্রী। 

অন্যদিকে ইউভানের প্রথম দুর্গাপুজো যেমন রীতিমত 'রয়্যাল' কেটেছে তেমনই কালীপুজোও অবশ্যই ভাল কাটবে। ইউভান টলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিড। তার হাল হকিকত জানার জন্য সর্বদা আগ্রহী নেটবাসী। তাকে নিয়ে রাজ শুভশ্রীর একের পর এক পোস্ট ক্রমশ ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃঘরের মেয়ে ফিরল ঘরে, কালীপুজোর আগের রাতে কলকাতা ছেড়ে ছুট দিলেন নিজের শহরে

 

দুর্গাপুজোয় শুভশ্ররী দিদির বাড়ির পুজোয় সামিল হয়েছিল ইউভান। ছোট্ট ধুতি পাঞ্জাবী পরে সুপারকিউট অবতারে ধরা দিয়েছিল সে। কখনও মায়ের কোলে আবার কখনও বাবার কোলে ঘুমিয়ে কাটিয়েছে সে। এমনকী মামা, মাসির কোলেও শান্ত ছেলের মতই ঘুমের দেশে ছিল সে। প্রথম কালীপুজো কেমন কাটবে তার, জানার জন্য বসে শুভশ্রী ভক্তরা।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?