ট্রোলিং এর মুখে জি বাংলার কুকারি শো এর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়, কেন জানেন

এবার ট্রোল্ড হলেন জি বাংলার জনপ্রিয় কুকারি শো জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠল তাঁর জানার পরিধি নিয়ে। কিছুদিন আগেই তার কুকারি শো এর এক এপিসোড টেলিকাস্ট হয়। তখন চলছিল বোনেদি বাড়ির রান্নার স্পেশাল পর্ব। যাতে উপস্থিত ছিলেন  বাংলা সিনেমার জনক হীরালাল সেনের বাড়ির সদস্য। পর্বের শুরুতেই তিনি নিজের পরিচয় দিয়ে বলেন 'আমি হিরালাল সেনের বাড়ির সদস্য , ওনাকে নিয়ে কিছুদিন আগেই একটা ছবি মুক্তি পেয়েছে'। আর এর উত্তরে সুদীপা চট্টোপাধ্যায় বলে 'ওঠেন ওমা তাই নাকি সেই সিনেমার নাম কি?' 

এবার ট্রোল্ড হলেন জি বাংলার জনপ্রিয় কুকারি শো জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। প্রশ্ন উঠল তাঁর জানার পরিধি নিয়ে। কিছুদিন আগেই তার কুকারি শো এর এক এপিসোড টেলিকাস্ট হয়। তখন চলছিল বোনেদি বাড়ির রান্নার স্পেশাল পর্ব। যাতে উপস্থিত ছিলেন  বাংলা সিনেমার জনক হীরালাল সেনের বাড়ির সদস্য। পর্বের শুরুতেই তিনি নিজের পরিচয় দিয়ে বলেন 'আমি হিরালাল সেনের বাড়ির সদস্য , ওনাকে নিয়ে কিছুদিন আগেই একটা ছবি মুক্তি পেয়েছে'। আর এর উত্তরে সুদীপা চট্টোপাধ্যায়  (Sudipa Chatterjee) বলে 'ওঠেন ওমা তাই নাকি সেই সিনেমার নাম কি?' 

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি বড় পর্দায় মুক্তি পেয়েছে অরুন রায় পরিচালিত ছবি হীরালাল। যেখানে তুলে ধরা হয়েছে এক সংগ্রামী, অথচ অবহেলিত  ব্যক্তিত্ত্ব হীরালাল সেনের বায়োগ্রাফি। কিভাবে তিনি বাংলা চলচিত্রকে রূপদান করে ছিলেন, আর কেমন ছিল সেই লড়াই, সেই জার্নি সবই উঠে এসেছে এই ছবিতে। তার সাথে প্রকট হয়েছে বাংলা সিনেমার জনক হওয়া সত্ত্বেও তার আড়ালে থেকে যাওয়ার আক্ষেপও। যদিও ছবি বক্স আফিস সাফল্য না পেলেও, সিনেপ্রেমীক, সচেতন মানুষের কাছে এটা অবশ্যই দাগ কেটে যাওয়ার মতই একটা ছবি। বলা বাহুল্য এই ছবি বাংলা ছবিকে আরও ঋদ্ধ করেছে।  আর এই ছবি সম্পর্কে সুদীপা চট্টোপাধ্যায়ের মত বাংলা ইন্ডাস্ট্রির স্ক্রিপ্ট রাইটার, পরিচালক তথা সন্চ্ঞালিকার এই অজানা, বেশ চোখে লেগেছে সকলেরই। প্রশ্ন উঠেছে তার জানার পরিধি নিয়েও। তবে এই বিষয় কোনও প্রতিক্রিয়া দেননি সুদীপা। 

Latest Videos

 

আরও পড়ুন-Lata Mangeshkar Health Update: 'Covid' পজিটিভ সঙ্গে নিউমোনিয়াও, 'ICU'-তে কেমন আছেন লতা মঙ্গেশকর

আরও পড়ুন-Covid 19 Negative Rituparna : 'আমি এখন পুরোপুরি সুস্থ', করোনা মুক্ত হয়েই কাজে ফিরছেন ঋতুপর্ণা

আরও পড়ুন-Nusrat Jahan: 'আর বেশি ছবি নয়', বোল্ড নুসরতের হঠাই কী হল, কেন এমনটা চাইছেন ঈশানের সেক্সি মাম্মা

 

যদিও করনার তৃতীয় ঢেউয়ে যখন সারা শহর অসুস্থতার কবলে, তখন বাদ পড়েননি সুদীপা চট্টোপাধ্যায়ও (Sudipa Chatterjee) । করনায় আক্রান্ত (Covid 19 Positive) হয়ে তিনি যথেষ্ঠ কাবু। নানাবিধ উপস্বর্গ রয়েছে তাঁর। ১২ই জানুয়ারী সকালে তার ছেলে আদিদেবের সাথে এক পুরনো ছবি শেয়ার করে আবেগ ঘন পোস্ট করেন সুদীপা। তিনি লেখেন “ঘুম থেকে উঠেই,কবে আবার এরকমভাবে কোলে নিতে পারবো,সোনা? খুব মিস  করছি। আবার দুজনে মিলে দুষ্টুমি করবো?” তার এই পোস্টে সকলেই তার দ্রুত সেরে ওঠার জন্য উইস করেছেন। সোশ্যাল মিডিয়ায় হামেসাই দেখা যায় ছেলে আদিদেবের নানা কান্ড শেয়ার করছেন মা সুদীপা। আবার কখনও তাদের একসাথে মজা করতেও দেখা যায়। নেটাগরিকরাও মুখিয়ে থাকেন আদির নানা মজার ভিডিও দেখার জন্য  প্রসঙ্গত দীর্ঘ কয়েক বছর ধরে জি বাংলার রান্নাঘরের দ্বায়িত্ব সাফল্লের সাথে সামলেছেন তিনি। পেয়েছেন দর্শকদের ভালোবাসাও। আর সেই ভালোবাসার জোরেই তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরুক সুদীপা, এশিয়া নেট নিউজ বাংলার পক্ষ থেকে রইল এই শুভ কামনাই।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury