অঝোর বৃষ্টিতে রোম্যান্টিক মুডে কোয়ালিটি টাইমে মজে স্বস্তিকা-শোভন, ফাঁস গোপন ভিডিও

Published : Jun 15, 2021, 01:28 PM ISTUpdated : Jun 16, 2021, 07:25 AM IST
অঝোর বৃষ্টিতে রোম্যান্টিক মুডে কোয়ালিটি টাইমে মজে স্বস্তিকা-শোভন, ফাঁস গোপন ভিডিও

সংক্ষিপ্ত

রোম্যান্টিক মুডে একান্তে সময় কাটাচ্ছেন শোভন-স্বস্তিকা  নুপুরের ছন্দেই যেন বৃষ্টিকে চুটিয়ে উপভোগ করছেন স্বস্তিকা শোভনের ইনস্টাগ্রামে উঁকি মারলে দেখা যাচ্ছে স্বস্তিকাকে বৃষ্টির জল হাতে স্বস্তিকাকে লেন্সবন্দি করেছেন শোভন  

বর্ষার সঙ্গে প্রেমের একটা নিবিড় বন্ধন রয়েছে। বর্ষার জল গায়ে মাখতে প্রেমিক-প্রেমিকার বড্ড যেন বেশি পছন্দ করেন। হাওয়া অফিসও বলছে বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। আর বর্ষার মধ্যেই রোম্যান্টিক মুডে একান্তে সময় কাটাচ্ছেন 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত এবং তার ঘনিষ্ঠ বন্ধু শোভন গঙ্গোপাধ্যায়। একপসলা বৃষ্টির জল গায়ে মেখে নিয়েছেন টলিপাড়ার এই লাভবার্ডস।

আরও পড়ুন-'সিনেমায় অভিনয়ের মাত্রাটা শিখেছিলাম বুদ্ধদেব দাশগুপ্তর হাত ধরে', আড্ডায় অকপট সুব্রত দত্ত...

আরও পড়ুন-খুন নাকি আত্মহত্যা, ধোঁয়াশা মৃত্যুরহস্য, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা অভিশপ্ত ১৪ জুন...

আরও পড়ুন-নুসরতের পর 'Baby Bump' নিয়ে ছবিতে হট পোজ শ্রাবন্তীর, দীর্ঘদিন পর শীঘ্রই মা হচ্ছেন নায়িকা...

 

 

পায়ে নুপুর, সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে বাজজে ওস্তাদ রশিদ খানের সজনা । নুপুরের ছন্দেই যেন বৃষ্টিকে চুটিয়ে উপভোগ করছেন স্বস্তিকা। ঘরের জানলা দিয়েই বাইরের বৃষ্টির দৃশ্যকে ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী। অঝোর বৃ্ষ্টি ফোটার মধ্যেই খোলা চুলে মৃদু হাসি মুখে দেখা গেল স্বস্তিকা। নিজের ইনস্টাগ্রামে বৃষ্টির রোম্যান্টিক মুহূর্ত শেয়ার করেছেন নায়িকা, যা ভাইরাল নেটদুনিয়ায়।

 

 

অন্যদিকে  প্রেমিক শোভনের ইনস্টাগ্রামে উঁকি মারলে দেখা যাচ্ছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। আর সেখানে নিজে নয়, বরং প্রেমিকা স্বস্তিকার ভেজা চুলে, মৃদু হাসি রিল ভিডিওতে লেন্সবন্দি করেছে শোভন। ব্যাকগ্রাউন্ডে শুভা মুদগলের 'শাওন ঘর আজা' পুরো বিষয়টিকে যেন আরও বেশি রোম্যান্টিক করে তুলেছে। ভিডিও ক্যাপশনে লেখা 'আজ'। যদিও কেউ কারোর নাম উল্লেখ না করলেও সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করতে খুব বেশি সময় নেননি নেটিজেনরা। 


 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে