মা-বাবা দুজনেরই দায়িত্ব পালন করেন স্বস্তিকা! ফাদার্স ডে-তে তাই সিঙ্গল মা-দের উইশ করলেন অভিনেত্রী

swaralipi dasgupta |  
Published : Jun 16, 2019, 02:16 PM IST
মা-বাবা দুজনেরই দায়িত্ব পালন করেন স্বস্তিকা! ফাদার্স ডে-তে তাই সিঙ্গল মা-দের উইশ করলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

মেয়ে অন্বেষার সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়  সম্পর্কে মা-মেয়ে হলেও দুজনের মধ্য়ে যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে  ছুটি কাটানোর মাঝেই ফাদার্স ডে নিয়ে পোস্ট করলেন স্বস্তিকা  

মেয়ে অন্বেষার সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্পর্কে মা-মেয়ে হলেও দুজনের মধ্য়ে যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ছুটি কাটানোর মাঝেই ফাদার্স ডে নিয়ে পোস্ট করলেন স্বস্তিকা। 

ফাদার্স ডে মানেই যে মানুষটা ছোট থেকে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা সরিয়ে রেখে, নিজের আবেগকে সামনে আসতে না দিয়ে সন্তানকে বড় করে তোলেন, তাঁকে নিয়ে সেলিব্রেট করার দিন  আজ। কিন্তু এই বাবার ভূমিকা যদি মা পালন করেন, তা হলে তাঁকে নিয়েই কি পালন করা যায় না ফাদার্স ডে। সে কথা মাথায়ে রেখেই ইনস্টাগ্রাম পোস্ট করলেম স্বস্তিকা। 

 

 

ফাদার্স ডে উপলক্ষে স্বস্তিকা এদিন মেয়ে অন্বেষার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, যাঁরা বাবা-মা দুজনের দায়িত্বই পালন করেন তাঁদের চিয়ার্স। হ্যাপি ফাদার্স ডে। 

এ কথা সকলেরই জানা, নিজে একা হাতেই অন্বেষাকে বড় করে তুলছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একাই বাবা ও মা-এর দায়িত্ব পালন করেন তিনি। তার সঙ্গে মেয়ের সঙ্গে বন্ধুত্বও তেমনই স্বস্তিকার। তাই ফাদার্স ডে-তে সিঙ্গল মা-দের শুভেচ্ছা বার্তা দিলেন অভিনেত্রী।  বেশ কিছু ছবি তাঁদের থাইল্যান্ড ট্রিপ থেকে শেয়ার করেছেন স্বস্তিকা। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার