'কাছের মানুষ হতে গেলে গোত্র লাগে নাকি!' প্রশ্ন তুলে প্রকাশ্যে এলো ছবির টিজার

Published : Jul 03, 2019, 12:55 PM IST
'কাছের মানুষ হতে গেলে গোত্র লাগে নাকি!' প্রশ্ন তুলে প্রকাশ্যে এলো ছবির টিজার

সংক্ষিপ্ত

নতুন ছবি নিয়ে আবার হাজির নন্দিতা রায় ও শিবপ্রসাদ পারিবারিক গল্পে বাঁধা ছবির চিত্রনাট্য সহজ প্রশ্নে কঠিন বাস্তব তুলে ধরা পুরো দমে চলছে ছবির শেষ মুহূর্তের প্রস্তুতি

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালতি পরবর্তী ছবি গোত্র মুক্তি অপেক্ষায়। চলছে পুরো দমে ছবির কাজ। সেই ছবিরই টিজার প্রকাশ্যে এলো সম্প্রতি। ছবির টিজার জুড়ে রইল পরিবার পরিচিতি। কেমন সেই গোবিন্দধাম-এর চিত্র। সেই দিকেই এবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন বাড়ির গিন্নি। পরিবারের সকলকে নিয়ে তৈরি এক সুখী পরিবারের রূপরেখা। যেখানে রাধাগোবিন্দর বাস, সেই বাড়িতেই বাড়ির গিন্নির প্রিয় মানুষের নাকি গোত্রই আলাগা। অথচ কাছের মানুষ হিসেবে তারই বর্ণনা রইল টিজারের বেশ কিছুটা অংশ জুড়ে।

তাই প্রশ্ন তুললেন কাছের মানুষের কী গোত্র আলাদা হতে পারে না, নাকি গোত্র এক হলেই কাছের মানুষ হওয়া যায়! শিবপ্রসাদের ছবি মানেই তাতে সমাজের কোনও না কোনও স্পর্শকাতর দিক ফুঁটে উঠবে। এবারে অতিসহজ ভাষায় এক কঠিন সত্যকে তুলেধরলেন পরিচালক, গোত্র। আজও মানুষের মধ্যে ধর্মের গোঁড়ামি, গোত্র নিয়ে টানাটানি বেজায় জটিল বিষয়। এগুলোকে পেছনে ফেলে কেবলই ভালোবাসার ওপর ভর করে এগিয়ে চলার মানসিকতা কতজনেরই বা থাকে। সেই নিয়েই এবার ছবির চিত্রনাট্য তৈরি হল। 

যে বাড়িতে রাধা গোবিন্দর বাস, সেই বাড়িতেই আবার এমনও একজন মানুষ থাকেন, যার সঙ্গে হয়তো ধর্মের মিল না থাকলেও মনের মিল অনেক। যার হয়তো বিভুতিভুষণের সঙ্গে পরিচয় ঘটেনি, সেই মানুষটিই হয়ে ওঠে বাড়ির গিন্নির নয়নের মণি। গোত্র ছবির গল্প জুড়ে এমনই প্রেক্ষাপট সাজিয়ে তুললেন পরিচালকদ্বয়। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার