গৃহবন্দি দশায় পুরোনো ছবি শেয়ার করে মা 'মুনমুন'কে জন্মদিনের শুভেচ্ছা রাইমার, দেখুন ছবিতে

Published : Mar 28, 2020, 04:42 PM ISTUpdated : Mar 28, 2020, 04:45 PM IST
গৃহবন্দি দশায় পুরোনো ছবি শেয়ার করে মা 'মুনমুন'কে জন্মদিনের শুভেচ্ছা রাইমার, দেখুন ছবিতে

সংক্ষিপ্ত

মুনমুন সেনের আজ ৬৫ তম জন্মদিন রাইমা পুরোনো দিনের ছবি শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও তার আগে স্কুলে শিক্ষকতা করেছিলেন মুনমুন সেন শুধু  বাংলা নয়, বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন মুনমুন

টলি ইন্ডাস্ট্রির মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনের আজ ৬৫ তম জন্মদিন। মায়ের মতোন জনপ্রিয়তা না থাকলেও টলি পাড়ায় বেশ নামডাক ছিল মুনমুনের। অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও তার আগে স্কুলে শিক্ষকতা করেছিলেন মুনমুন সেন। তারপর অভিনয় জীবনের পাশাপাশি মায়ের মৃত্যুর পর ২০১৪ সালে তৃণমূলের হয়ে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন এবং লোকসভার সদস্য হয়েছিলেন। তবে শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, হিন্দি, তেলেগু, মারাঠি থেকে কন্নড় ছবিতেও কাজ করেছেন সুচিত্রা।

আরও পড়ুন-লকডাউনে ঘরবন্দি অ্যামি জ্যাকসন, ওয়ার্কআউটের সঙ্গী ছেলে অ্যানড্রিয়াস...

পুরো দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে প্রত্যেকেই গৃহবন্দি। এই গৃহবন্দি দশায় বাড়িতেই জন্মদিন উদযাপন করবেন অভিনেত্রী। সম্প্রতি তার ছোট মে রাইমা পুরোনো দিনের ছবি শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দেখে নিন রাইমার পোস্টটি।

 

 

আরও পড়ুন-থালাইভা থেকে প্রভাস, করোনা সঙ্কটে অনুদানের দিক থেকে এগিয়ে কে...

শুধু  বাংলা নয়, বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন মুনমুন। তার দুই মেয়ে রাইমা, ও রিয়াও চলচ্চিত্র জগতে নিজেদের জায়গা পাকিয়ে নিয়েছেন। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। একসময়ে সিনেমার পর বেশ কয়েকটি ধারাবাহিকেও  কাজ করেছেন মুনমুন সেন। অভিনয়ের পাশাপাশি ভোটপ্রচারেও নজর কেড়েছিলেন অভিনেত্রী মুনমুন সেন। 


 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার