লকডাউনে ঘরবন্দি অ্যামি জ্যাকসন, ওয়ার্কআউটের সঙ্গী ছেলে অ্যানড্রিয়াস
করোনা আতঙ্কের মধ্যে সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। এহেন পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন ব্রিটিশ অভিনেত্রী তথা মডেল অ্যামি জ্যাকসন। কখনও নিজের টপলেস ছবি শেয়ার করে আবার কখনও অন্তঃসত্ত্বা অবস্থায় ছবি পোস্ট করে আবার কখনও বা ছেলের সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ব্রিটিশ অভিনেত্রী। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীনও অ্যামির সঙ্গী ছেলে অ্যানড্রিয়াস। ছেলেকে নিয়েই সময় কাটছে তার। এমনকী ওয়ার্কআউটের সঙ্গীও ছোট্ট খুদে। ছেলের সঙ্গে খুনসুটির প্রতিটি ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন একনজরে।
110

মা হওয়ার পর একের পর এক ফটোশ্যুটে ভাইরাল হয়েছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন।
210
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অ্যামি জ্যাকসনের কোয়ারেন্টাইনের ছবি।
310
লকডাউনের মধ্যে ছোট্ট ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
410
বাড়িতে থাকাকালীন ওয়ার্কআউট বন্ধ করেননি অভিনেত্রী।
510
সময় পেলেই শরীরচর্চাতে মন দিয়েছেন অভিনেত্রী।
610
ফিটনেস ফ্রিক অ্যামির লকডাউনের মূলমন্ত্রই হল ওয়ার্ক আউট।
710
তবে তিনি একা নন, তার ওয়ার্কআউটের সঙ্গীও ছোট্ট খুদে।
810
ছেলে অ্যানড্রিয়াসকে সঙ্গে নিয়ে ফটোশ্যুটে মেতেছেন অভিনেত্রী।
910
সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করে অ্যামি লিখেছেন, ছেলেই তার এগিয়ে যাওয়ার প্রেরণা।
1010
সদ্যজাত সন্তান অ্যানড্রিয়াসের সঙ্গে পুরো মাতৃত্বের স্বাদ অনুভব করছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন।
Latest Videos