নতুন ব্র্যান্ড নিয়ে হাজির নুসরত, ভিডিওবার্তায় শুভেচ্ছা টেলি তারকাদের

Published : Jan 25, 2020, 09:59 AM IST
নতুন ব্র্যান্ড নিয়ে হাজির নুসরত, ভিডিওবার্তায় শুভেচ্ছা টেলি তারকাদের

সংক্ষিপ্ত

আজই নুসরতের একটি ব্র্যান্ড বাজারে আসতে চলেছে আপাতত এই নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী টলিমহলের অভিনেত্রীরাও তার এই নতুন কাজের জন্য তাকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন প্রত্যেকেই নিজেদের ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন

টলিউডের সারা জাগানো অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই উঠে আসে নুসরতের নাম। বাংলা সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই সাংসদ অভিনেত্রীর। বিভিন্ন অনুষ্ঠানে নিজের ভিডিও শেয়ার করে  ইতিমধ্যেই তিনি জনপ্রিয়। সম্প্রতি কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খোলা পিঠের একটি ছবি শেয়ার করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তার কাজল কালো চোখের ইশারায় ঘুম উড়েছে পুরুষদের। মুখ দিয়ে নয়, চোখ দিয়েই যেন সমস্তটা ব্যক্ত করেছেন অভিনেত্রী। এ তো গেল ছবির কথা। টিকটক ভিডিও বানানোর ক্ষেত্রেও  জুড়ি মেলা ভার সাংসদ তথা টলি অভিনেত্রী নুসরতের।

আরও পড়ুন-বিজ্ঞাপনে 'জনপ্রতিনিধি' ব্যবহার মিমির, মুখ খুললেন বিরোধী দলের নেতা-মন্ত্রীরা...

অভিনয়ের পাশাপাশি সাংসদ হবার পর তার দায়িত্ব যেন আরও কয়েকগুণ বেড়েছে।  বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হবার পর তার কাজ যেন আর দ্বিগুণ বেড়েছে। এর পাশাপাশি অভিনয়ওটাও সমান তালে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী নুসরত।  আজই নুসরতের একটি ব্র্যান্ড বাজারে আসতে চলেছে। আপাতত এই নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। শুধু নুসরতই নয় টলিমহলের অভিনেত্রীরাও তার এই নতুন কাজের জন্য তাকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। প্রত্যেকেই নিজেদের ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন। 

আরও পড়ুন-'যোগ্যতার কোনও চুলের স্টাইল হয় না', বিজ্ঞাপন বির্তকে নাম জড়াল মিমির...

 

মিমি আর নুসরত একে অপরকে বনুয়া বলে ডাকে। এটা এখন সবারই জানা। দুজনের সঙ্গে সম্পর্কও বেশ ভাল। মিমি জানিয়েছেন, 

 

শ্রাবন্তী তার নতুন ব্র্যান্ডের জন্য শুভেচ্ছা জানিয়েছেন,

 

 

ঋতাভরী নিজের ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। প্রতিটি ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা