মিমি-নুসরতের পথেই পা বাড়ালেন কৌশানি, এবার পিয়া সেনগুপ্তের সঙ্গে তৃণমূলে যোগদান হবু-বউমার

Published : Jan 24, 2021, 02:20 PM ISTUpdated : Jan 24, 2021, 05:09 PM IST
মিমি-নুসরতের পথেই পা বাড়ালেন কৌশানি, এবার পিয়া সেনগুপ্তের সঙ্গে তৃণমূলে যোগদান হবু-বউমার

সংক্ষিপ্ত

কৌশানি মুখোপাধ্যায় এবার হাঁটলেন মিমি-নুসরতের পথেই  বিধানসভা নির্বাচনের আগেই যোগ দিলেন তৃণমূলে  রবিবার বড় পদক্ষেপ নিলেন পিয়া-কৌশানি  তৃণমূল ভবনে উপস্থিত থেকে নতুন সফর শুরু 

দেব, মিমি চক্রবর্তী ও নুসরত জাহান, তিন বলিউড সেলেব সাংসদের পর এবার বিধানসভা নির্বাচনের আগে টলিউড থেকে তৃণমূল পেল আরও এক সেলেবকে, তিনি হলেন কৌশানি মুখোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবণে গিয়ে টিএমসি-তে যোগ দিলেন কৌশানি মুখোপাধ্যায়। কেবল তিনি একাই নন, এদিন তাঁর সঙ্গে তৃণমূলে হাত মেলালেন ইম্বার সদস্য পিয়া সেনগুপ্ত। 

আরও পড়ুন- 'এই কারণেই তৃণমূল ডুবছে', ভিডিও পোস্ট করতেই আবারও ট্রোলের মুখে নুসরত

বনি সেনগুপ্তের জীবনে দুই গুরুত্বপূর্ণ নারী একযোগে তৃণমূলে। মা ও হবু স্ত্রী একসঙ্গেই নিলেন এই সিদ্ধান্ত। তৃণমূলের বিভিন্ন সভা থেকে শুরু করে অনুষ্ঠান। ডাক পড়ামাত্রই এক ঝাঁক টলিউড সেলেবরা হাজির থাকতেন সেখানে। সেই তালিকাতে বারে বারে উঠে এসেছে কৌশানির নাম। এবার তিনি সরাসরি । যোগ দিলেন তৃণমূলে। পরিচালক অনুপ সেনগুপ্তের স্ত্রী পিয়া সেনগুপ্ত টলিউডের একক অন্যতম কর্ণধার। 

কয়েকদিন আগেই প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডের হয়ে হুঙ্কার ছেড়েছিলেন। বিজেপিকে কটাক্ষ করে জানিয়েছিলেন ক্ষমতা থাকলে টলিউডের গায়ে হাত দিয়ে দেখাক। ক্ষমতা থাকলে বাংলার সংস্কৃতির গায়ে হাত দিয়ে দেখাক। এরপরই টলিউডে তৃণমূল নিয়ে সুর আরও খানিকটা নরম হয়ে ওঠে। গতবছরই তৃণমুলের প্রার্থী তালিকায় জ্বলজ্বল করে উঠেছিল মিমি-নুসরতের নাম, এবার বছর পড়তেই নাম উঠল কৌশানি মুখোপাধ্যায়ের। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা