রুক্মিণীর মাথা ভর্তি সিঁদুর, চুপিসাড়েই ছাদনাতলায় দেব, তবে কি এতদিনে স্বপ্নপূরণ হল টিনটিন-রোহিনীর

সংক্ষিপ্ত

দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' ছবিতে মজেছে বাংলা দর্শক।   'টনিক'-এর পর 'কিশমিশ'-এ ফের দর্শকদের হলমুখো করেছেন দেব। একমাস আগেই মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ'। এবার কাউকে কিছু না জানিয়েই চুপি চুপি ছাদনাতলায় পৌঁছালেন  দেব-রুক্মিণী। খবরটা শুনে ভ্রু কপালে উঠলেও এটাই সত্যি। লাল টকটকে বেনারসি, মাথায় সিঁদুর, গা ভর্তি সোনার গয়না একেবার কনে সেজে  নববধূর বেশে ধরা দিলেন রুক্মিণী মৈত্র। আর ধুতি-পাঞ্জাবি টোপর পরেই একেবারে বর সেজে বিয়ে করতে পৌঁছে গেছেন দেব। নেটমাধ্যমে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন রুক্মিণী মৈত্র। ছবি দেখেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। তবে কাউকে কিছু না জানিয়ে কেন এমনটা করলেন তাতে খানিকটা হতবাক হয়েছেন ভক্তরা।
 

দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' ছবিতে মজেছে বাংলা দর্শক।   'টনিক'-এর পর 'কিশমিশ'-এ ফের দর্শকদের হলমুখো করেছেন দেব। একমাস আগেই মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ'। এবার কাউকে কিছু না জানিয়েই চুপি চুপি ছাদনাতলায় পৌঁছালেন  দেব-রুক্মিণী। খবরটা শুনে ভ্রু কপালে উঠলেও এটাই সত্যি। লাল টকটকে বেনারসি, মাথায় সিঁদুর, গা ভর্তি সোনার গয়না একেবার কনে সেজে  নববধূর বেশে ধরা দিলেন রুক্মিণী মৈত্র। আর ধুতি-পাঞ্জাবি টোপর পরেই একেবারে বর সেজে বিয়ে করতে পৌঁছে গেছেন দেব। নেটমাধ্যমে নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন রুক্মিণী মৈত্র। ছবি দেখেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। তবে কাউকে কিছু না জানিয়ে কেন এমনটা করলেন তাতে খানিকটা হতবাক হয়েছেন ভক্তরা।

আসলে রিয়েল লাইফে নয় বরং রিল লাইফের বিয়ের ছবি নেটমাধ্যমে শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন রুক্মিণী মৈত্র। তবে এই ছবি দেখে বাস্তবে বিয়ের পিঁড়িতে নায়িকাকে দেখতে চাইছেন বলে আবদারও করে ফেলেছেন ভক্তরা। আসলে গত এক মাস ধরে 'কিশমিশ'কে এতটা ভালবাসার জন্য তিনি সকল দর্শককে ধন্যবাদ দিয়েছেন। নববধূ বেশে মুহূর্তে চমকে দিয়েছেন রোহিনী। আর টিনটিনকে দেখেই সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। টিনটিন ও রোহিণী সেনকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে শুরু থেকেই।  বিয়ের ছবি শেয়ার করে রুক্মিণী ক্যাপশনে লিখেছেন, টিনটিন ও রোহিনীর স্বপ্নপূরণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ একমাস উদযাপন ল্যাদেশ্বর। আপনাদের কাছের প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে  'কিশমিশ'।  আসলে সিনেমার এক মাস পূর্তিতেই এই চমক দিয়েছেন রোহিনী। বক্স অফিসেও চুটিয়ে ব্যবসা করেছে দেবের এই ছবি।

Latest Videos

 


রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে দেব ও রুক্মিণী ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া, লিলি চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে। 'টনিক'-এর পর এই 'কিশমিশ'ও যে বড়সড় ব্লাস্ট করেছে তা প্রমাণিত। গত  ৯ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।টলিপাড়ার পপুলার কাপলদের মধ্যে  দেব-রুক্মিণী  রয়েছেন সকলের শীর্ষে। সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন এই কাপল।  সোশ্যাল মিডিয়াতেও দুজনেই বেশ অ্যাক্টিভ। নিজেদের ব্যক্তিগত মুহূর্তে ফ্রেমবন্দি করে চলেছেন হামেশাই। আর অনুরাগীরাও তাড়িয়ে উপভোগ করছেন। এই নিয়ে ছয় বার জুটি বেঁধেছেন দেব ও রুক্মিণী। তবে রিয়েল লাইফে কবে সাত পাকে বাঁধা পড়বেন দেব ও রুক্মিণী তা জানার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

Share this article
click me!

Latest Videos

SSC Scam News: SSC দুর্নীতিতে বিজেপির দুর্দান্ত অ্যাকশন শুরু! রাজ্য সরকারকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ
খোদ কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খোলালেন ওয়াকফ আন্দোলনকারীরা, ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু