Uma: উমার অত্যাচারে অতিষ্ট নীল, শ্যুটিং সেটে ভাইরাল দুই জুটির খুনসুটি

নীল বরাবরই রিল করতে বেশ পছন্দ করেন, এবারও তর ব্যতিক্রম হল না। আর তাতে নজর কাড়লেন পর্দার এই দুই জুটি। 

জি বাংলায় (Zee Bangla) বেশ কিছুদিন ধরেই টিআরপি (TRP) প্রথম পাঁচে নিজেদের ধরে রেখেছে উমা (Uma)। এই ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই একের পর এক চমক সকলের নজর আটকে। তবে এরই পেছনে ঠিক কীভাবে চলছে শ্যুটিং, তা ঘিরে এবার নয়া ঝড়। শ্যুটিং সেটে উমার সঙ্গে অভির সম্পর্ক বেশ মজার। নীল বরাবরই রিল করতে বেশ পছন্দ করেন, এবারও তর ব্যতিক্রম হল না। আর তাতে নজর কাড়লেন পর্দার এই দুই জুটি। অন্য দিকে ধারাবাহিকে এখন উত্তেজনা চরমে। শুরু হয় আলিয়ার বদলে উমার (Uma) ক্রিকেট গ্রাউন্ডে খেলা থেকে। আলিয়ার কোমরে চোট, তাই তার বদলে ক্রিকেট গ্রাউন্ডে নেবে সকলের নজর কেড়েছিলেন ছদ্মবেশে উমা। তা হাতে নাতে ধরে নিয়েছিল অভি। যদিও প্রমাণ না মেলায় তা নিয়ে আজ অবধি আলিয়ার সঙ্গে বচসা চলতেই। তবে আলিয়া যা চেয়েছিলেন, তাই হল সত্যি। ভারতীয় টিমে হল সিলেকশন। এমন কি ক্যাপটেন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, আলিয়ার মায়ের কথা অনুযায়ী। যার ফলে আলিয়ার চোখে এখন রঙিন স্বপ্ন, কীভাবে নিজের জীবনকে গুছিয়ে নেবে সেই চিন্তায় লক্ষ্যে এখন অভি। 

এরই মাঝে উমার দিদি সবার বিয়ে নিয়ে শুরু হয় নতুন চাঞ্চল্যকর পর্ব। বরের রয়েছে আগের পক্ষের বউ, তা ফাঁস করার পরই তড়িঘড়ি বিয়ে ভাঙতে উদ্ধত হয়ে পড়ে অভি। এরপরই সোমার জীবনে আসে নতুন মোড়। গল্পের গতি যখন একদিকে এই পথে এগোচ্ছে, তখনই কলকাতার বাড়িতে অভির মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ছেলেকে কাছে পেতে তড়িঘড়ি সকলকে ফোন করতে থাকেন। অবশেষে অভির দেখা মিললে নানান কথার মাঝে বলে ফেলেন তিনি, আলিয়াকে যেন বিয়ে করে নেয় অভি। আর এই থেকেই শুরু হয় নয় সমস্যা।

Latest Videos

 

 

মাকে না বলার ক্ষমতা নেই তাই অভির, আলিয়াকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই বিয়ে সে করলেও আলিয়া সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক রাখা তার পক্ষে সম্ভবপর নয়। এরপরই আলিয়া শুরু হয়ে যায় নতুন করে অভিকে চাপ দেওয়া। সত্যি কি পরিস্থিতির চাপে আলিয়াকে বিয়ে করতে বাধ্য হবে অভি। ধারাবাহিকে নতুন প্রোমো সামনে আসার পরই এমনই প্রশ্ন জাগলো সকলের। উমান ক্রিকেট কেরিয়ার তাহলে কি এখানেই শেষ হতে বসেছে।

আরও পড়ুন- Mithai: শ্বশুর-বউমায় জমজমাট পিকনিকের রান্না, মোদক বাড়ির দুপুরের ভোজে এবার কোন চমক

আরও পড়ুন- Kori Khela: সৃজা কি অবশেষে পারমিতাকে মায়ের জায়গাই দিল, কোন নতুন বিপদ অপেক্ষায়

আলিয়া সঙ্গে যেটুকু সময় কাটিয়ে থাকে উমা, সেইটুকু সময়ের জেরেই ক্রিকেট জগতের সঙ্গে কমবেশি আলাপচারিতা ঘটতে থাকে তার। কিন্তু আলিয়া জীবন থেকে যদি ওমা এই মুহূর্তে সরে যায় তবে ক্রিকেটজগতের কাছাকাছি থাকা উমার পক্ষে সম্ভবপর নয়। তবে কি লেখা আছে আমার ভাগ্যে? এমনই প্রশ্ন খোঁচা দিয়ে উঠছে এখন ওমা ভক্তদের মনে।
 

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু