আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, অত্যন্ত স্বল্পমাত্রায় কাজ করছে মস্তিষ্ক

  • আচমকাই অবনতি হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের
  • মস্তিষ্কে হঠাৎই অবনতি দেখা দিয়েছে
  • বেশ স্বল্পমাত্রায় কাজ করছে মস্তিষ্ক
  • হার্টও সঠিকভাবে কাজ করছে না প্রবীণ অভিনেতার

Asianet News Bangla | Published : Nov 13, 2020 6:24 PM IST / Updated: Nov 14 2020, 04:35 AM IST

আচমকাই অবনতি হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মস্তিষ্কে হঠাৎই অবনতি দেখা দিয়েছে। বেশ স্বল্পমাত্রায় কাজ করছে মস্তিষ্ক। এমনকী হার্টও সঠিকভাবে কাজ করছে না প্রবীণ অভিনেতার। হার্টরেট বেশি মাত্রায় বেড়ে গিয়েছে। এতদিন চিকিৎসা চলাকালীন কখনই রক্তচাপ স্বাভাবিক করতে কোনও আলাদা সাপোর্ট দিতে হয়নি। 

এবারে আলাদা সাপোর্ট দেওয়া হয়েছে তাঁর রক্তচাপ স্বাভাবিক করার জন্য। কিডনিও কাজ করছে না অভিনেতার। প্লাজমাফেরেসিসেও প্রথমদিকে উন্নতি হলেও এবার হঠাৎই হয়ে চলেছে অবনতি। প্রায় এক মাসেরও বেশি বেল ভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। 

আরও পড়ুনঃ'ড্রাগসের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই', সাত ঘন্টা NCB জেরার পর মুখ খুললেন অর্জুন রামপাল

 

সিনিয়র ডাক্তারের বিশেষ টিম নিত্যদিন, প্রতি সময় পর্যবেক্ষণ চালাচ্ছেন। বৃহস্পতিবার অবধি তাঁর শারীরিক অবস্থার খানিক উনন্তি হলেও শুক্রবার হঠাৎই মস্তিষ্কে দেখা দিয়েছে স্নায়বিক সমস্যা। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে কিনা দেখা জন্য সিটি স্ক্যান করা হয়েছে অভিনেতার। হয়েছে ইউএসজিও। বর্তমানে বাড়াতে হয়েছে অক্সিজেনের মাত্রা। 

Share this article
click me!