আর ছবি নয়, এবার ইউভানের গলা শুনে আত্মহারা নেট দুনিয়া, পলকে ভাইরাল ভিডিও

Published : Feb 17, 2021, 10:09 AM IST
আর ছবি নয়, এবার ইউভানের গলা শুনে আত্মহারা নেট দুনিয়া, পলকে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

ইউভানের কথায় এবার বুঁদ সকলে ভিডিও শেয়ার করলেন রাজ কথা বলার চেষ্টা করছে ইউভান  ঝড়ের গতীতে ভাইরাল ভিডিও 

টলিউডের তৈমুর, জন্ম লগ্ন থেকেই এই তকমাই পেয়ে এসেছে রাজ-শুভশ্রী পুত্র। প্রথম থেকেই নেতারা তাকে আদরে ভরিয়ে রেখেছে। কখনো মর্নিং স্মাইলস কখনো আবার মা-বাবার কোলে হ্যাপি পোজ। ঝড়ের বেগে ভাইরাল হতে ইউভানের খুব একটা বেশি সময় লাগে না। কখনো রাজা কখনো শুভশ্রী, ইতি প্রোফাইলের মধ্যে দিয়েই ভক্তদের দেখা দিয়ে থাকে এই ক্ষুদে স্টার।

আরও পড়ুন- তবে কি মিঠুনও যাচ্ছেন বিজেপিতে, জল্পনা উস্কে দিল অভিনেতার বাড়িতে RSS প্রধানের সফর

স্টারই বটে, স্টার কিড মানে ছোট থেকে লাইম লাইটে থাকার পালা।  তাই রাজ শুভশ্রী ছেলেরও ভক্তের সংখ্যা বিপুল। আর সেই ভক্তদেরই নিরাশ না করে  মাঝেমধ্যেই নেটদুনিয়ায় হাজিরা দেন ইউভান। তবে এবার আর ছবি নয়, বড় হচ্ছে ইউভান। তারই প্রমাণ মিলল রাজের সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

 

ইউভানের শুধু পোজ বা হালকা হাসি নয়, কথা বলার চেষ্টা করছি ইউভান। সামনে এলো সেই ভিডিও। মুখে একগাল হাসি, বাবা রাজ কে দেখে কতইনা কথা বলা। মুহূর্তে সেই দৃশ্য ফ্রেমবন্দি করলেন রাজ। শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। দেখামাত্রই আবারও তাকে আদরে ভরিয়ে দিল নেট দুনিয়া। ঝড়ের বেগে ভিডিও ভাইরাল হতে খুব একটা বেশি সময় নিল না। এখন ইউভানের কথাতেই বুঁদ আট থেকে আশি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার