পরিযায়ী শ্রমিকদের অসহায় হাতগুলো যেন এক প্রকার চেপে ধরে বাঁচার আশ্বাস জুগিয়ে চলেছেন সোনু সুড। তাঁর একের পর এক উদ্যোগে মুগ্ধ গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার শ্রমিকেরা এখন সুস্থভাবে বাড়ি ফেরার স্বপ্ন দেখছে। সোনু সুদের হাত ধরেই কাছের মানুষের কাছে ফিরেছেন বহু শ্রমিক। এক কিংবা দুবার নয়, যেখানে যত শ্রমিক আটকে রয়েছেন তত জনকেই বাড়ি পৌঁচ্ছে দেওয়ার ব্রত নিয়েছেন বলিউড অভিনেতা।
আরও পড়ুনঃ মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভজন গান, জেনে নিন রিমেক কুইন নেহা-র অজানা অধ্যায়
কয়েকদিন আগেই অভিনেতা সামনে এনেছিলেন একটি হেল্প লাইন নম্বর। সেখানে যোগাযোগ করতে বলেছিলেন, যদি কোনও প্রান্তে কেউ আটকে থাকেন। প্রত্যেকের কাছেই সময় মত পৌঁচছে যাচ্ছে সাহায্য। করোনার কোপে ক্রমেই অবস্থা খারাপ হচ্ছে মহারাষ্ট্র তথা মুম্বইয়ের। সেখানে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের এবার বাড়ি পাঠাচ্ছেন অভিনেতা। সম্প্রতি উত্তরাখণ্ডের পথে রওনা দিলেন ১৮০ জন পরিযায়ী শ্রমিক।
আরও পড়ুনঃ ঐশ্বর্যর প্রশংসায় বিরক্ত হয়েছিলেন অমিতাভ, কী জবাব দিয়েছিলেন প্রতিযোগীকে
বাসের ব্যবস্থা করা থেকে শুরু করে ট্রেনে করে বাড়ি ফেরানো, মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রতিটা মুহূর্তে নিজের টিমকে সজাক থাকার অনুরোধ করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিটা পোস্টের দিচ্ছেন উত্র। বলিউড তারকারা প্রথম থেকেই সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছেন সকলের প্রতি, তবে সোনু সুদের কাজে মুগ্ধ গোটা দেশ। বাড়িতে সোনুকে ঠাকুরের আসেন বসিয়েছেন ছেলেকে ফিরে পাওয়া সন্তান।