পার্লার থেকে শপিং, সুশান্তই খরচ বহন করতেন রিয়ার, ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাঞ্চল্যকর তথ্য

Published : Jul 31, 2020, 12:58 PM ISTUpdated : Jul 31, 2020, 01:01 PM IST
পার্লার থেকে শপিং, সুশান্তই খরচ বহন করতেন রিয়ার, ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাঞ্চল্যকর তথ্য

সংক্ষিপ্ত

পাঁচ বড় খরচ যা সুশান্ত করেছিলেন রিয়ায় জন্য এক বছরে লক্ষ্যাধিক টাকা ব্যয় কখনও পার্লার কখনও শপিং  কী বলছে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

মঙ্গলবার পাটনা থানয় একটি ১৬ দফার দীর্ঘ অভিযোগ রিয়ার বিরুদ্ধে দায়ের করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি তদন্ত শুরু করে বিহার পুলিশ। ইতিমধ্যই ৪ সদস্যের একটি টিম পৌঁচিছে গিয়েছে মুম্বইয়ে। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় রিয়ার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ফলে অনেকেরই অনুমান গ্রেফতার হতে পারেন রিয়া। এই পরিস্থিতিতে তড়িঘড়ি রিয়া চক্রবর্তী অন্তর্বর্তীকালীন জামিনের আবদন করে রাখেন। 

আরও পড়ুনঃ রিয়েল লাইফ জুটি এবার রিল লাইফে, পর্দায় একসঙ্গে এবার অঙ্কুশ-ঐন্দ্রিলা

তবে ক্রমেই বেড়ে চলেছে জল্পনা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে রিয়ার বিরুদ্ধে। এবার তথ্য দিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। লক্ষ লক্ষ টাকা কেবল রিয়ার পেছনেই খরচ করতেন সুশান্ত। 

  • রিয়ার ভাইয়ের ট্রেনের টিকিট- অক্টোবর ২০১৯-এ রিয়ার ভাইয়ের টিকিট বাবদ ৮১,০০০ টাকা খরচ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। 
  • রিয়া ও তাঁর ভাইয়ের হোটেল বুকিং- মুম্বই তাজ হোটেলের ভাড়া ৪,৭২,৯৭৫ টাকা বিল মিটিয়েছিলেন অভিনেতা
  • রিয়ার শপিংঃ ৫ লক্ষ টাকা রিয়ার শপিং বাবদ খরচ হয়েছিল। মাঝে মধ্যেই সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেন তিনি। 
  • চুল ও মেকআপ প্রতি খরচ- ৪০,০০০ টাকা পাশাপাশি ১ লক্ষ টাকা খরচের জন্যও দেওয়া হয়েছিল রিয়াকে। 
  • রিয়ার ভাইয়ের টিউশনের টাকা- ভাইয়ের টিউশন ফিও দিতেন সুশান্ত।

আরও পড়ুনঃ মিলছে না কোটি কোটি টাকার হিসেব, সুশান্তের মৃত্যু তদন্তে কি এবার ইডির এন্ট্রি

নভেম্বরে সুশান্তের অ্যাকাউন্টে ছিল ৪,৬২ লাখ, ফেব্রুয়ারীতে তা দাঁড়ায় ১ কোটি। যা প্রশ্নের সৃষ্টি করেছে বিভিন্ন মহলে। তাই রিয়ার বিরুদ্ধে আর্থিক তচ্ছরূপের অভিযোগও আনে পরিবার। যেখানে উল্লেশ আছে ১৫ কোটি টাকার। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?