
মঙ্গলবার পাটনা থানয় একটি ১৬ দফার দীর্ঘ অভিযোগ রিয়ার বিরুদ্ধে দায়ের করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি তদন্ত শুরু করে বিহার পুলিশ। ইতিমধ্যই ৪ সদস্যের একটি টিম পৌঁচিছে গিয়েছে মুম্বইয়ে। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় রিয়ার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ফলে অনেকেরই অনুমান গ্রেফতার হতে পারেন রিয়া। এই পরিস্থিতিতে তড়িঘড়ি রিয়া চক্রবর্তী অন্তর্বর্তীকালীন জামিনের আবদন করে রাখেন।
আরও পড়ুনঃ রিয়েল লাইফ জুটি এবার রিল লাইফে, পর্দায় একসঙ্গে এবার অঙ্কুশ-ঐন্দ্রিলা
তবে ক্রমেই বেড়ে চলেছে জল্পনা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে রিয়ার বিরুদ্ধে। এবার তথ্য দিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। লক্ষ লক্ষ টাকা কেবল রিয়ার পেছনেই খরচ করতেন সুশান্ত।
আরও পড়ুনঃ মিলছে না কোটি কোটি টাকার হিসেব, সুশান্তের মৃত্যু তদন্তে কি এবার ইডির এন্ট্রি
নভেম্বরে সুশান্তের অ্যাকাউন্টে ছিল ৪,৬২ লাখ, ফেব্রুয়ারীতে তা দাঁড়ায় ১ কোটি। যা প্রশ্নের সৃষ্টি করেছে বিভিন্ন মহলে। তাই রিয়ার বিরুদ্ধে আর্থিক তচ্ছরূপের অভিযোগও আনে পরিবার। যেখানে উল্লেশ আছে ১৫ কোটি টাকার। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।