
যে সে কিড নয়, একেবারে স্টার কিড। বলিউড দুনিয়ায় সেই অর্থে পা না রেখেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে বলিউডের পারফেকশনিস্ট তারকা আমির খানের মেয়ে ইরা খান।
সম্প্রতি একটি ফটোশ্যুট করিয়েছেন আমির-কন্যা ইরা। বলা চলে এটি একটি কনসেপ্ট ফটোশ্যুট, যার নাম 'কে তুমি'। সেই কনসেপ্ট ফটোশ্যুটে কার্যত নেটিজেনদের নজর কেড়েছেন ইরা। ছবি ইরার পরনে রয়েছে একটি কুরুশে বোনা টপ, এবং একটি ডেনিম হট প্যান্ট। সেইসঙ্গে মানানসই রঙবেরঙের ক্লিপ সহযোগে মাথায় বেঁধেছেন অসংখ্য বিনুনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা ইরার সেই ছবি এখন নেটিজেনদের চর্চায়।
এর আগে ইরা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, 'হু আর ইউ' অর্থাৎ 'কে তুমি'- এই প্রশ্নের উত্তর তাঁর নিজেরই অজানা। তবে এভাবেই যে নিত্যনতুন ফ্যাশনের ঢঙে যে তিনি নিজেকে আবিস্কার করতে ভালবাসেন তা প্রকাশ পেয়েছে এই ছবিতে।
আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের সন্তান ইরা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাবার সঙ্গে মজার মজার মুহূর্তের ছবি শেয়ার করেন সোশ্যা মিডিয়ায়। তাঁদের বাবা-মেয়ের সম্পর্ক যে কতটা কাছের তা সেইসব ছবি ভিডিও দেখে সহজেই বোঝা যায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।