'কে তুমি!', আমির খানের মেয়ের সাহসী ছবি দেখে এই প্রশ্নই তুলছেন নেটিজেনরা

Indrani Mukherjee |  
Published : Aug 06, 2019, 05:41 PM ISTUpdated : Aug 06, 2019, 05:43 PM IST
'কে তুমি!', আমির খানের মেয়ের সাহসী ছবি দেখে এই প্রশ্নই তুলছেন নেটিজেনরা

সংক্ষিপ্ত

সে একজন স্টার কিড  রূপোলি পর্দায় পা না রেখে নেটদুনিয়া কাঁপাচ্ছেন তিনি তিনি আমির খানের মেয়ে ইরা খান সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি এখন উষ্ণতা ছড়াচ্ছে

যে সে কিড নয়, একেবারে স্টার কিড। বলিউড দুনিয়ায় সেই অর্থে পা না রেখেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে বলিউডের পারফেকশনিস্ট তারকা আমির খানের মেয়ে ইরা খান। 

সম্প্রতি একটি  ফটোশ্যুট করিয়েছেন আমির-কন্যা ইরা। বলা চলে এটি একটি কনসেপ্ট ফটোশ্যুট, যার নাম 'কে তুমি'। সেই কনসেপ্ট ফটোশ্যুটে কার্যত নেটিজেনদের নজর কেড়েছেন ইরা। ছবি ইরার পরনে রয়েছে একটি কুরুশে বোনা টপ, এবং একটি ডেনিম হট প্যান্ট। সেইসঙ্গে মানানসই রঙবেরঙের ক্লিপ সহযোগে মাথায় বেঁধেছেন অসংখ্য বিনুনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা ইরার সেই ছবি এখন নেটিজেনদের চর্চায়। 

 

এর আগে ইরা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, 'হু আর ইউ' অর্থাৎ 'কে তুমি'- এই প্রশ্নের উত্তর তাঁর নিজেরই অজানা। তবে এভাবেই যে নিত্যনতুন ফ্যাশনের ঢঙে যে তিনি নিজেকে আবিস্কার করতে ভালবাসেন তা প্রকাশ পেয়েছে এই ছবিতে। 

আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের সন্তান ইরা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাবার সঙ্গে মজার মজার মুহূর্তের ছবি শেয়ার করেন সোশ্যা মিডিয়ায়। তাঁদের বাবা-মেয়ের সম্পর্ক যে কতটা কাছের তা সেইসব ছবি ভিডিও দেখে সহজেই বোঝা যায়। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে