ঐশ্বর্যকেই বিয়ে করব, অভিষেক প্রথম কেন ফাঁস করেছিলেন অজয়ের কাছেই

এত গভীরতা তৈরি হয় যে অভিষেক প্রথম সম্পর্কের কথা জানান অজয়কেই। ঐশ্বর্যের সঙ্গে অভিষেকের বিয়ের খবরও প্রথম অভিষেক ফোন করে অজয় দেবগণকে দিয়েছিলেন।

বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল অজয় দেবগণকে। অনেকেই মনে করতেন যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। অনেক পরিচালক তাঁকে ছবি দিতেও রাজি ছিলেন না। এমন সময় হাতে এসে বেশ কয়েকটি ছবি। প্রথম কাজলের সঙ্গে অভিনীত ছবি হালচাল। সেই ছবিতে কাজ প্রথমে পছন্দই করতেন না অজয়কে। পরিবর্তীতে বদলে ছিলেন অজয়ের প্রতি তাঁর অনুভুতি। 

Latest Videos

বন্ধু ভাগ্যও খানিকটা অজয়ের একই রকম। হাম দিল দে চুকে সনম ছবির স্যুটিং-এর সময় সলমন খান-ঐশ্বর্য একে অন্যের প্রেমে পাগল। ফলে দুজনেই সেটে খুব একটা কথা বলতেন না অজয়ের সঙ্গে। অজয়ও চুপ থাকতেন। যদিও এই ছবির মধ্যে দিয়েই নিজের সেরাটা উপহার দিয়েছিলেন তারকা। আজও এই ছবির অভিনয় অজয়ের কাছে এক সম্পদ। তবে এই ছবিতে তৈরি হয়েছিল দুটি সম্পর্কের সমীকরণ।

আরও পড়ুন- 'আড়ালেই চলত সঙ্গম, ঘনিষ্ঠ প্রেমের কথা বলতে বারন করেছিল আমায়', উদয়কে নিয়ে আজও আফসোস নার্গিসের

আরও পড়ুন- বাংলাদেশের রেস্তোরাঁ থেকে সোনার দোকানে কাজ, অর্থের অভাবে কী কী করেছেন অক্কি

তবে সেই সমীকরণ বেশি দিন লাগেনি পাল্টাতে। একদিকে যেমন সলমন খানের সঙ্গে সম্পর্ক ভাঙে পরবর্তীতে, ঠিক তেমনই আবার কয়েকদিনের মধ্যেই ঐশ্বর্য অজয়ের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তাঁদের মধ্যে এত গভীরতা তৈরি হয় যে অভিষেক প্রথম সম্পর্কের কথা জানান অজয়কেই। ঐশ্বর্যের সঙ্গে অভিষেকের বিয়ের খবরও প্রথম অভিষেক ফোন করে অজয় দেবগণকে দিয়েছিলেন। এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনও চিরই ধরেনি। 

      

Share this article
click me!

Latest Videos

২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |