হাইওয়েতে ট্রাকের ধাক্কা, দুর্ঘটনায় প্রাণ হারাল ছোটপর্দার জনপ্রিয় শিশুশিল্পী

Published : Jul 19, 2019, 01:55 PM ISTUpdated : Jul 19, 2019, 02:54 PM IST
হাইওয়েতে ট্রাকের ধাক্কা, দুর্ঘটনায় প্রাণ হারাল ছোটপর্দার জনপ্রিয় শিশুশিল্পী

সংক্ষিপ্ত

গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় মৃত অভিনেতা শিবলেখ ট্রাকের ট্রাইভার পলাতক তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুশিল

বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় প্রাণ হারায় ছোটপর্দার জনপ্রিয় শিশু অভিনেতা শিবলেখ সিং। ১৪ বছরের এই শিশু শিল্পীকে বি টাউনের বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছে। সংকটমোচন হনুমান, সসুরাল সিমার কা প্রভৃতি ধারাবাহিকে নজর কাড়া অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছিল শিবলেখ। এদিন দুপুর তিনটে নাগাদ রায়পুরের সংলগ্ন ধারসিওয়া এলাকায় একটি ট্রাক এসে ধাক্কা মারে তাঁর গাড়িকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবলেখের।  

সূত্রের খবর অনুযায়ী এইদিন শিবলেখ তাঁর মামা-বাবার সঙ্গে সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাত্‍‌কার দিতে যাচ্ছিল রায়পুরে। অভিনেতার বাড়ি বিলাশ পুরে। সপরিবারে বিগত দশ বছর ধরেই তারা মুম্বইতে থাকছেন। বেশ কয়েকটি রিয়ালিটি শো-তেও তাকে দেখা যায়। খবর প্রকাশ্যে আসার পরই বি টাউনে নেমে আসে শোকের ছায়া।  তাঁকে শেযবারের জন্য দর্শক পেয়েছিল কেশরী নন্দন-এ। শিবলেখের বশত বাড়ি ছত্রিশগড়ে, কিন্তু নিজের কাজের সূত্রেই মা-বাবর সঙ্গে মুম্বইতে থাকা। 

বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হাইওয়েতে একটি ট্রাক এসে গাড়িতে ধাক্কা মারায় ঘটে এই বিপত্তি, ঘটনাস্থলে আহত হন শিবলেশের মা-বাবাও। তবে ট্রাকের টালকটি সেখান থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে চালকের তল্লাশি চালাচ্ছেন স্থানীয় পুলিশ। 

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?