'পার হয়ে গেল আরও এক বছর', জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন ভুমি

Published : Jul 18, 2019, 06:24 PM ISTUpdated : Jul 18, 2019, 06:59 PM IST
'পার হয়ে গেল আরও এক বছর', জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন ভুমি

সংক্ষিপ্ত

জন্মদিনে ছবি শেয়ার করলেন ভুমি হাতে এখন দুই ছবির কাজ কাজের ফাঁকেই বাড়ি পৌঁচ্ছে গেলেন নায়িকা সপরিবারে জন্মদিন পালন

১৮ই জুলাই বলিউডের দুই নায়িকার জন্মদিন, প্রিয়ঙ্কা চোপড়া ও ভুমি পেডনেকর। একজন জন্মদিন পালন করলেন বিদেশে, অন্যজন দেশের মাটিতে। ভুমি পেডনেকর সপরিবারে লখনউতে জমিয়ে কাটাচ্ছেন জন্মদিন। তারই এক ঝলক নজরে এল তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখলেন আরও একটা বছর কেটে গেল, সামনে কেক ও শুভেচ্ছা বার্তাসহ ফুলের বোকে। 

আরও পড়ুনঃ জন্মদিনের সেলিব্রেশন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রিয়ঙ্কা চোপড়ার কেক কাটার ভিডিও

পরিবারের সকলেই এই দিনটিতে বিশেষ আয়োজন করেই সাজিয়ে তুলেছেন। ৩০ তম জন্মদিনে ভুমি কাজের ফাঁকেই বাড়ি পৌঁচ্ছেগেলেন। সঙ্গে আরও জানালেন এমনভাবেই যেন কর্মব্যাস্ততায় তাঁর জন্মদিন কাটে প্রতি বছর।

 

 

বর্তমানে দুই ছবির কাজ নিয়ে বেজায় ব্যাস্ত বলিউডের এই নায়িকা। দম লাগাকে হাইসা ছবিতে দর্শক যে ভুমি পেডনেকরকে পেয়েছিল, তার আমুল পরিবর্তন ঘটেছে বর্তমানে। নিজের ওজন কমিয়ে এখন তিনি বি টাউনের রোল মডেল। ফলেই তাঁকে বেশ অন্যরকমই লাগছে চলতি বছরের ছবির পোস্টার থেকে টিজারে। পতী পত্নী অউর বো এবং সান্ড কী আঁখ ছবিতে মুখ্যভুমিকায় অভিনয় করছেন তিনি। দুটি ছবিই চলতি বছরে মুক্তির অপেক্ষায়।    

 

 

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?