পিতৃহারা মনোজ বাজপেয়ী, দিল্লিতে বাবার দেহাবসান

Published : Oct 03, 2021, 01:45 PM IST
পিতৃহারা মনোজ বাজপেয়ী, দিল্লিতে বাবার দেহাবসান

সংক্ষিপ্ত

পিতৃহারা হলেন মনোজ বাজপেয়ী। বলিউড অভিনেতার বাবা আর.কে বাজপেয়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবিবার সকালে। 

অভিনেতা মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) পরিবারে শোকের ছায়া। বাবাকে হারালেন অভিনেতা। রবিবার সকালেই দেহাবসান ঘটে তাঁর বাবা আর.কে বাজপেয়ী (Radhakant Bajpayee)। দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার বাবা, মৃত্যুকালে তাঁর বাবার বয়স হয়েছিল ৮৩ বছর। রাধাকান্ত বাজপেয়ী পদ্মশ্রী বিজেতা (Padmashree winner) । গত কয়েকদিন ধরেই তাঁর স্বাস্থ্যের অবস্থা ভালো যাচ্ছিল না। বাবার স্বাস্থ্যের অবনতী ঘটছে খবর পেয়েই দিল্লিতে ছুঁটেছিলেন মনোজ বাজপেয়ী। বর্তমানে কেরালাতে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন মনোজ বাজপেয়ী। আজও দুপুরে দিল্লির নিগম্বোধ ঘাটে আর.কে বাজপেয়ীর শেষ কৃত্য সম্পন্ন হবে। 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল