বিগবসের ঘরে কালা জাদু, বিস্ফোরক মন্তব্য দেবলিনার

Published : Feb 05, 2020, 09:36 AM IST
বিগবসের ঘরে কালা জাদু,  বিস্ফোরক মন্তব্য দেবলিনার

সংক্ষিপ্ত

 বিগ বসের ঘরে নাকি কালা জাদু হয়েছে এমনই অভিযোগ এনেছেন বাঙালি অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য রেশমির উপর কালা জাদু করেছেন আরহান  রেশমির নাম, যশকে কাজে লাগিয়েই নিজের আখের গোছাচ্ছেন আরহান

'বিগ বস ১৩' মানেই বাড়তি উন্মাদনা। বিগ বস মানেই ফুল অফ এন্টারটেইনমেন্ট। সেটের মধ্যে একসঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে হয় প্রতিযোগীদের। একসঙ্গে সময় কাটাতে কাটাতে অনেকের সঙ্গে অনেকের খুব বন্ধুত্ব হয়ে যায়। সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম। আর সবশেষের পরিণতি বিচ্ছেদ এ তো হামেশাই লেগে রয়েছে। একের পর এক ঘটনা নিয়ে তোলপাড় হতে চলেছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি এমনই একচি ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। বিগ বসের ঘরে নাকি কালা জাদু হয়েছে। শুনলে অনেকে অবাক হলেও এটাই সত্যি। আর এমনই অভিযোগ এনেছেন বাঙালি অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য।  

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেবলিনা জানিয়েছেন,  আরহান নিজের ফায়দার জন্য যেভাবে রেশমিকে ব্যবহার করছেন তা মোটেই ঠিক নয়।  আরহানের এই কথা রেশমিকে জানিয়েও কোনও লাভ হয়নি।  রেশমির উপর কালা জাদু করেছেন আরহান। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সাথ নিভানা সাথিয়া খ্যাত অভিনেত্রী দেবলিনা। তিনি আরও বলেছেন রেশমির নাম, যশকে কাজে লাগিয়েই নিজের আখের গোছাচ্ছেন আরহান। যদিও এটা বারবার বোঝানো হলেও কিছুতেই বুঝতে চাইছে না রেশমি।

আরও পড়ুন-নাচের পর গান, শামি কন্যা আইরার গানে মুগ্ধ নেটদুনিয়া...

এই মন্তব্যের পাল্টা জবাবে আরহান বলেছেন, দেবলিনা  এবং আরতি সিং তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছন। কিন্তু  এই মন্তব্যের কোনও প্রতিবাদ করেননি রেশমি। বিগবসের ঘরে গিয়েই মডেল আরহান খানের সম্পর্কে জড়ান রেশমি দেশাই। এর আগেও আরহানের সঙ্গে চুটিয়ে প্রেম করা কালীন উঠে এসেছিল বিভিন্ন  চাঞ্চল্যকর তথ্য।  প্রাক্তন বান্ধবী অমৃতা ধানোয়া আরহানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য