COVID 19 In Bollywood: করোনায় আক্রান্ত শাবানা আজমি, জাভেদ আখতরকে নিয়ে চিন্তায় বনি কাপুর

করোনায় আক্রান্ত বলিউড স্টার শাবানা আজমি, বাড়িতেই রয়েছেন আইসোলেশনে, জাভেদ আখতরকে নিয়ে চিন্তায় এবার বনি কাপুর। 

একের পর এক বলিউড সেলেব করোনায় (Bollywood Celeb COVID 19 Positive) আক্রান্ত হওয়ার খবর মিলছে তৃতীয় ঢেউয়ের দাপটে। সিনে দুনিয়ায় করোনার দাপট কিছুতেই যেন পিছু ছাড়ছে না, করোনার সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতালে সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। এবার করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi )। সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) এই খবর দিয়ে তিনি লিখলেন, তিনি করোনায় আক্রান্ত, বাড়িতেই রয়েছেন আইসোলেশনে, সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা যেন টেস্ট করিয়ে নেন তাও জানান তিনি। 

 

Latest Videos

 

এই খবর সামনে আসা মাত্রই সকলেই তাই দ্রুত আরোগ্য কামনা করেন. বনি কাপুর আবার জানান, তিনি যেন জাভেদ আখতরের থেকে দুরে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় করোনার খবর শেয়ার করেছিলেন কাজলও। বছর ঘুরতেই ভয়ানক ছবি ধরা পড়ছে করোনার (COVID 19) । একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে সামনে। হয়ে গিয়েছে দ্বিতীয় ভ্যাকশিন, তবুও করোনায় আক্রান্তের বারবারন্ত চোখে পড়ছে সর্বত্র, কোথাও অসচেতনতার ছবি, কোথাও আবার কাজের সূত্রে বা পার্টি, জমায়েত ঘিরে বাড়ছে জল্পনা, এবার তেমনই ছবি বিটাউনে, একের পর এক করোনায় আক্রান্তের (COVID 19 Positive) খবর সামনে এলেও কোথাও গিয়ে যেন এখনও স্থগিত হচ্ছে না কাজ, সচেতনতা মেনেই চলছে শ্যুটিং, তার জেরেই এবার একে একে করোনায় সংক্রমণের ঝড়।

আরও পড়ুন-Ananya Panday : ডি গ্ল্যাম লুকে গর্জিয়াস অনন্যা, হট লুকে বক্ষ-বিভাজিকায় ঝড় তুললেন বলি নায়িকা

আরও পড়ুন-Deepika Padukone: ঠেলে বেরোচ্ছে বুকের খাঁজ, শর্ট ড্রেস পরতেই চরম ট্রোলড দীপিকা

আরও পড়ুুন-'ঠোঁটে কি বোলতা কামড়েছে', চরম কটাক্ষের মুখে অর্জুনের প্রেমিকা, কড়া জবাব গাব্রিয়েলার

২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া (Cine World) থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ  (Corona Positive) খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া সেলেবমহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দি, বাড়ছে সংক্রমণ, একের পর এক একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ার পরই ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ওঠে সেই খবর, সংক্রমণের মাত্রা এতটাই দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে যে নিত্য বিভিন্ন মহল থেকে মিলছে করোনা সংক্রমণের খবর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে, সামনেই েকের পর এক ছবির মুক্তি, তারই মাঝে সেলেব দুনিয়ায় করোনার দাপট অব্যহত। 

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari