সোনমের 'ডার্লিং'-কে চেনেন, লকডাউনে খোলসা করলেন অভিনেত্রী

Published : May 13, 2020, 02:59 PM ISTUpdated : May 13, 2020, 05:17 PM IST
সোনমের 'ডার্লিং'-কে চেনেন, লকডাউনে খোলসা করলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

লকডাউনের মধ্যেই আংটি বদল করলেন বাহুবলি  অভিনেতা  সম্প্রতি সোনম কাপুরও তাদের শুভেচ্ছা জানিয়েছেন মিহিকাকে নিজের পরিবারের একজন মনে করেন সোনম দক্ষিণী সুপারস্টারের বাগদানের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া

লকডাউনের মধ্যেই আংটি বদল করলেন বাহুবলি  অভিনেতা রানা দগ্গুবতি। অভিনেতা নিজেই এই সুখবরটির কথা টুইটারে জানিয়েছেন। এমনকী হবু স্ত্রীর ছবিও শেয়ার করেছেন অভিনেতা। পেশায় ইন্টিরিয়র ডিজাইনার মিহিকা বাজাজের সঙ্গে বাগদান সারলেন অভিনেতা।

আরও পড়ুন-অন্তর্বাসে ঝড় তুললেন শামি পত্নী হাসিন, শরীরী হিল্লোলে কাঁপছে নেটদুনিয়া...

দক্ষিণী সুপারস্টারের বাগদানের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সূত্র থেকে জানা গেছে,  সোনম কাপুরের পুরো পরিবারের সঙ্গেই মিহিকার অত্যন্ত ভাল সম্পর্ক। শুধু তাই নয় মিহিকাকে নিজের পরিবারের একজন মনে করেন সোনম। সম্প্রতি সোনম কাপুরও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। আর সেখানেই মিহিকাকে ডার্লিং, মাই ডল, আই লাভ ইউ বলে রানাকে কাপুর পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী।

 

 

আরও পড়ুন-১৯ বছরে পা রাখা নীল ছবির জগতে, প্রথম উপার্জন ছিল এক লক্ষ ডলার...

লকডাউনের মধ্যে বলি-টলি সব জায়গাতেই খুশির খবর শোনা যাচ্ছে।  সোনম কাপুরের পাশাপাশি  অনিল কাপুরও মিহিকা ও রানাকে বাগদানের শুভেচ্ছা জানিয়েছেন। তবে কবে গাটছড়া বাঁধতে চলেছে এই দক্ষিণী তারকা তা জানা যায়নি। তবে আনন্দ ছাড়াও সোনমের যে অন্য একজন  ডার্লিং রয়েছে তা এই পোস্ট থেকে জানা গেল। লন্ডন থেকে ফিরে শ্বশুর বাড়িতেই রয়েছেন  সোনম কাপুর।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

প্রায় ২ বছর পর শ্যুটিং ফ্লোরে, নতুন ছবির কাজ শুরু করলেন বলি তারকা কঙ্গনা
শাহরুখ খানের জওয়ান ছবিকে টেক্কা, জেনে নিন আপাত্ত কত আয় করল 'ধুরন্ধর'