নেটিজেনদের ব্লক করে দেওয়ার হুমকি অধুনার, কেন এমন রুদ্রমূর্তি ধারণ করলেন ফারহানের প্রাক্তন

ফারহানের বিয়ে নিয়ে অধুনাকে হুল ফোঁটাচ্ছিল নেটিজেনরা।  একদিকে যখন ফারহান-অধুনার তারকাখচিত বিয়ের আসরে সকলে মজা-আনন্দ করছেন, তখন অন্যদিকে নেটিজেনরা বিঁধছিলেন অধুনাকে। একটু মন খারাপ হলেও নেটিজেনদের একহাত নিয়েছেন বলিপাড়ার বিশিষ্ট হেয়ার স্টাইলিশ অধুনা ভবানি। ট্রোলারদের উদ্দেশ্য তীব্র প্রতিবাদে গর্জে উঠে সাফ লিখেছেন, যদি কোনও পজেটিভ কিছু বলতে পারেন তাহলে বলুন। তা নাহলে এই ধরনের নেতিবাচক মন্তব্য করলে সঙ্গে সঙ্গে তাঁকে ব্লক করে দেবেন। 


১৯ ফেব্রুয়ারি জাভেদ আখতার ও শাবানা আজমির খান্ডালার ফার্ম হাউসে বসেছিল বি-টাউনের (Bollywood) হাইভোলটেজ পরিবার আখতার ফ্যামিলির ছেলে ফারহানের (Farhan Akhtar) বিয়ের আসর। দীর্ঘ চার বছর একাধারে অভিনেত্রী ও সঞ্চালক শিবানি দান্ডেকারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রুপোলি পর্দার মিলখা সিং। ১৯ ফেব্রুয়ারি খান্ডালায় ফারহান-শিবানির (Farhan And Shibani Wedding) চার হাত এক হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের (Trolling) স্বীকার হতে শুরু করলেন ফারহানের প্রথম স্ত্রী অধুনা ভবানীকে (Adhuna Bhabani)। একদিকে যখন তারকাখচিত বিয়ের আসরে সকলে মজা-আনন্দ করছেন, তখন অন্যদিকে নেটিজেনরা (Troller) বিঁধছিলেন অধুনাকে। দুই সন্তানের মা অধুনাকে (adhuna Bhabani) ঘিরে নানা রকমের মন্তব্য করছিলেন নেটিজেনরা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় হতাশ হয়েছেন ফারহানের প্রথম স্ত্রী (Farhan First Wife)। 

তবে হার মানার বা পরিস্থিতির সঙ্গে সমঝোতা করার পাত্রী কিন্তু নন অধুনা ভবানি। একটু মন খারাপ হলেও নেটিজেনদের একহাত নিয়েছেন বলিপাড়ার বিশিষ্ট হেয়ার স্টাইলিশ অধুনা ভবানি। তিনি ট্রোলারদের উদ্দেশ্য তীব্র প্রতিবাদে গর্জে উঠে সাফ লিখেছেন, যদি কোনও পজেটিভ কিছু বলতে পারেন তাহলে বলুন। তা নাহলে এই ধরনের নেতিবাচক মন্তব্য করলে সঙ্গে সঙ্গে তাঁকে ব্লক করে দেওয়ার কথা বলেছেন ফারহানের এক্স। নেটিজেনরা অধুনাকে কটাক্ষের সুরে হুল ফোটালেও, ইন্ডাস্ট্রির বন্ধুরা কিন্তু অধুনার প্রতি ভালবাসাকেই বজায় রেখেছেন। বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টা অধুনার এহেন কড়া জবাবের প্রশংসা করেছেন। সেই সঙ্গে মজা করে লিখেছেন, করোনা পজ়িটিভ না হলেই হবে। এছাড়াও নন্দিতা মহতানি ও মনীষা কৈরালার মত বলিউডের তারকারা অধুনার কমেন্ট বক্স হার্ট ইমোজি পাঠিয়ে তাঁর প্রতি ভালবাসা প্রদর্শন করেছেন। 

Latest Videos

প্রসঙ্গত, ২০০০ সালে অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন বলিউডের সুপারস্টার ফারহান আখতার। দীর্ঘ ১৬ বছর ফারহানের সঙ্গে সংসার করেছেন অধুনা। তাঁদের দুই সন্তান রয়েছে। শাক্য ও আকিরা। ২০১৬ সালে তাঁদের সম্পর্ক এতটাই খারাপ হয় যে বিবাহ বিচ্ছেদের পথ বেছে নেন দুজনে। ফারহানের জীবন থেকে অধুনা চলে যাওয়ার পর তাঁর জীবনে এন্ট্রি নেন শিবানি। দীর্ঘ চার বছর একে অপরকে চেনা-জানা তারপর ১৯ ফেব্রুয়ারি মহা ধুমধাম করে তারকাখচিত গ্রান্ড ওয়েডিং পার্টির সাক্ষী থেকেছে বলিমহল থেকে আখতার পরিবারের ঘণিষ্ঠমহল। 
সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের মাধ্যমে অনুরাগীদের তরফেও মিলেছে শুভেচ্ছাবার্তা। বলা বাহুল্য, ফারহানের দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিল তাঁর দুই ছেলে মেয়েও। 

ফারহানের প্রথম স্ত্রী অধুনা ভবানি পেশায় একজন হেয়ার স্টাইলিস্ট। মার্কিন মুকুলেই  তাঁর বেড়ে ওঠা। সেখানেই মা অ্যানের সঙ্গে একটি স্যালোঁতে যেতেন। সেই স্যালোঁ আর মা এই দুজনের কারণেই হেয়ার স্টাইলিস্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অধুনা। এরপর ১৯৯৮ সালে মুম্বইয়ে নিজের স্যালোঁ তৈরি করেন ফারহানের প্রথম স্ত্রী অধুনা ভবানি। ২০০১ সালে ফারহানের সঙ্গে হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করার সময়ই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই প্রেম পরিণত হয় শুভ পরিণয়ে। কিন্তু ২০১৬ সালে সেই প্রেমের বাঁধন হালকা হয়ে গিয়ে বিবাহ বিচ্ছেদ হয় ফারহান-অধুনার। 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন