বিয়ে-মালাবদল সবটাই টিআরপি, শো শেষে আদিত্যর স্বীকারোক্তি

Published : Feb 17, 2020, 04:43 PM IST
বিয়ে-মালাবদল সবটাই টিআরপি, শো শেষে আদিত্যর স্বীকারোক্তি

সংক্ষিপ্ত

ভালোবাসার দিনে বিয়ে করলেন নেহা-আদিত্য রীতিমত নিয়ম মেনে বিয়ে তবে সবটাই কী মিথ্যে কী জানালেন আদিত্য

বছর শুরু থেকেই বি-টাউনে একটাই বিয়ের খবর ভেসে আসে। তা হল নেহা-আদিত্যর বিয়ে। এক রিয়ালিটি শো-এর খাতিরে ক্রমেই সম্পর্ক গড়ে ওঠা। সেখান থেকেই এক পা এক পা করে খবরের শিরোনামে উঠে আসে এই সম্পর্কের কাহিনী। তবে তা সকলের নজর কাড়ে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর। ভালোবাসার দিনই একই সঙ্গে বিয়ে করলেন দুই তারকা।

আরও পড়ুনঃ নীল জলরাশির মাঝখানে কালো বিকিনিতে উত্তাপ ছড়ালেন এই বিখ্যাত অভিনেত্রী, দেখে নিন ছবিগুলি

এই সম্পর্কের খবর যখনই সামনে উঠে আসে তখনই দর্শকেরা অনুমান করেছিলেন হয়তো এই খবর কেবল মাত্র টিআরপি বাড়িয়ে তোলার জন্যই সমানে আনা হয়েছে। যদিও নিয়ম রীতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কোনওটাই বাদ পড়েনি সেই প্রমোশনের তালিকা থেকে। তবে একটা চ্যানেলের টিআরপি-র জন্য এত কিছু! উত্তরে স্পষ্ট মুখ খুললেন আদিত্য নারায়ণ। ক্ষোভ উগরে দিলেন মনের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য জানান, সবটাই ছিল মিথ্যে। বিয়ে তো দূরের কথা, তাঁদের মধ্যে প্রেম টুকুও ছিল না। আদিত্যর কথায় এটা বড্ড বারাবারি হয়ে গিয়েছে। নেহাও যথেষ্ট বিয়ে ঘিরে অস্বস্তিতে রয়েছে। কোথাও গিয়ে যেন এতটা তাঁদের মধ্যে সম্পর্কের জল গড়ানোর কথা ছিল না। সবটাই ঘটনা চক্রে হয়ে গিয়েছিল। এতটাও তাঁরা চাননি। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন আদিত্য।  

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত