৭ বছর পর আবার সিলভার স্ক্রিনে শাহরুখ-কাজল ? কৃতিত্ব পুরোপুরি করণ জোহরের

Published : May 01, 2022, 12:11 AM IST
৭ বছর পর আবার সিলভার স্ক্রিনে শাহরুখ-কাজল ? কৃতিত্ব পুরোপুরি করণ জোহরের

সংক্ষিপ্ত

করণ জোহর ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি রকি অউর রানি ছবির সেটে। এই ছবিতে স্টারডামের ছড়াছড়ি। আলিয়া-রণবীরতো রয়েইছে। সঙ্গে রয়েছেন শাবানা আজমি - জয়া বচ্চনও। দুই বাঙালি অভিনেতা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্য়ায় ও পরমব্রত রয়েছেন এই ছবিতে। এই ছবিরই নতুন সংযোজন শাহরুখ খান ও কাজল।

শাহরুখ খান আর কাজলের ভক্তদের আবারও করণ জোহরকে ধন্যবাদ জানান সময় এসেগেছে। কারণ দীর্ঘ সাত বছর পর আবারও রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেতারে। যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সর্বদাই দর্শকদের আকৃষ্ট করে। বাজিগর সিমেনাতে প্রথম দুই স্টারের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখেছিল গোটা দেশ। তারপর দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম। শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল রোহির শেঠঠির দিলওয়ালে ছবিতে। 

করণ জোহর ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি রকি অউর রানি ছবির সেটে। এই ছবিতে স্টারডামের ছড়াছড়ি। আলিয়া-রণবীরতো রয়েইছে। সঙ্গে রয়েছেন শাবানা আজমি - জয়া বচ্চনও। দুই বাঙালি অভিনেতা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্য়ায় ও পরমব্রত রয়েছেন এই ছবিতে। এই ছবিরই নতুন সংযোজন শাহরুখ খান ও কাজল। 

বিটাউনে গুঞ্জন শাহরুখ খান ও কাজলকে এই ছবিরউ একটি ছোট্ট ভূমিকায় দেখা যাবে। তাদের দিয়ে একটি গান শ্যুট করার পরিকল্পনা রয়েছে করণ জোহরের। নয়তো একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। করণ জোহর চাইছেন শাহরুখ ও কাজলকে একসঙ্গে স্ক্রিনে এনে দর্শকদের তাক লাগিয়ে দিতে। 

তবে ব্যস্ত সিডিউল রয়েছে শাহরুখ খানের। তাই প্রাণের বন্ধু করণকে একটি দিনের বেশি তিনি দিতে পারবেন না বলেও শোনা যাচ্ছে। সেইমত করণও মুম্বইতেই শ্যুটিংএর পরিকল্পনা নিয়েছে। তবে শ্যুটিংএর ব্যাপারে করণ বড়ই খুঁত খুঁতে। তাই একদিন নিয়েও দোটানায় রয়েছেন তিনি। করণের মূল উদ্দেশ্যই হল দুই স্টারকে আবারও একমঙ্গে দাঁড় করানো। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?