৭ বছর পর আবার সিলভার স্ক্রিনে শাহরুখ-কাজল ? কৃতিত্ব পুরোপুরি করণ জোহরের

করণ জোহর ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি রকি অউর রানি ছবির সেটে। এই ছবিতে স্টারডামের ছড়াছড়ি। আলিয়া-রণবীরতো রয়েইছে। সঙ্গে রয়েছেন শাবানা আজমি - জয়া বচ্চনও। দুই বাঙালি অভিনেতা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্য়ায় ও পরমব্রত রয়েছেন এই ছবিতে। এই ছবিরই নতুন সংযোজন শাহরুখ খান ও কাজল।

শাহরুখ খান আর কাজলের ভক্তদের আবারও করণ জোহরকে ধন্যবাদ জানান সময় এসেগেছে। কারণ দীর্ঘ সাত বছর পর আবারও রুপোলি পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেতারে। যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি সর্বদাই দর্শকদের আকৃষ্ট করে। বাজিগর সিমেনাতে প্রথম দুই স্টারের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখেছিল গোটা দেশ। তারপর দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম। শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল রোহির শেঠঠির দিলওয়ালে ছবিতে। 

করণ জোহর ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি রকি অউর রানি ছবির সেটে। এই ছবিতে স্টারডামের ছড়াছড়ি। আলিয়া-রণবীরতো রয়েইছে। সঙ্গে রয়েছেন শাবানা আজমি - জয়া বচ্চনও। দুই বাঙালি অভিনেতা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্য়ায় ও পরমব্রত রয়েছেন এই ছবিতে। এই ছবিরই নতুন সংযোজন শাহরুখ খান ও কাজল। 

Latest Videos

বিটাউনে গুঞ্জন শাহরুখ খান ও কাজলকে এই ছবিরউ একটি ছোট্ট ভূমিকায় দেখা যাবে। তাদের দিয়ে একটি গান শ্যুট করার পরিকল্পনা রয়েছে করণ জোহরের। নয়তো একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। করণ জোহর চাইছেন শাহরুখ ও কাজলকে একসঙ্গে স্ক্রিনে এনে দর্শকদের তাক লাগিয়ে দিতে। 

তবে ব্যস্ত সিডিউল রয়েছে শাহরুখ খানের। তাই প্রাণের বন্ধু করণকে একটি দিনের বেশি তিনি দিতে পারবেন না বলেও শোনা যাচ্ছে। সেইমত করণও মুম্বইতেই শ্যুটিংএর পরিকল্পনা নিয়েছে। তবে শ্যুটিংএর ব্যাপারে করণ বড়ই খুঁত খুঁতে। তাই একদিন নিয়েও দোটানায় রয়েছেন তিনি। করণের মূল উদ্দেশ্যই হল দুই স্টারকে আবারও একমঙ্গে দাঁড় করানো। 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata