বিয়ের পর প্রথমবার বেরিয়ে কী কান্ডটাই না ঘটালেন রণবীর-আলিয়া, খুশিতে ডগমগ নেটপাড়া

Published : May 05, 2022, 04:11 PM ISTUpdated : May 05, 2022, 04:51 PM IST
বিয়ের পর প্রথমবার বেরিয়ে কী কান্ডটাই না ঘটালেন রণবীর-আলিয়া, খুশিতে ডগমগ নেটপাড়া

সংক্ষিপ্ত

ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।  তবে বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন, তাদের প্রতিটা জিনিস জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিয়ের পর দম্পত্তি হিসেবে প্রথমবার একসঙ্গে দেখা গেল রণবীর ও আলিয়াকে। মুম্বইয়ের ফিল্ম সিটিতে শুটিং সেরে বেরানোর পর ক্যামেরাবন্দি হন রণবীর ও মালাইকা। দুজনকে একসঙ্গে দেখেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।

ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।  তবে বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন, তাদের প্রতিটা জিনিস জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিয়ের পর দম্পত্তি হিসেবে প্রথমবার একসঙ্গে দেখা গেল রণবীর ও আলিয়াকে। মুম্বইয়ের ফিল্ম সিটিতে শুটিং সেরে বেরানোর পর ক্যামেরাবন্দি হন রণবীর ও মালাইকা। দুজনকে একসঙ্গে দেখেই ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।

কালো রঙের টুইনিং পোশাকে নজর কাড়েন রণবীর ও  নববধূ আলিয়া।  প্রিন্টেড পাজামা ও কালো রঙের টি-শার্ট, মাথায় টুপি পরে ধরা দেন আরকে। রণবীরকে দেখা মাত্রই জ্বলে ওঠে পাপারাৎজির ফ্ল্যাশের ঝলকানি।  তারপর ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে থাম্বস আপ দেন রণবীর এবং চুমুও ছুড়ে দেন ভক্তদের।  অন্যদিকে কালো প্যান্ট ও কালো টি-শার্টে আলিয়াও ধরা দেন। দুজনেই ক্যামেরার দিকে হাত নাড়িয়ে গাড়িতে উঠে যান। রণবীর ও আলিয়ার এই হাসিমুখই মন কেড়ে নিয়েছে ভক্তদের। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে।

 

 

চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একাধিক নিয়মবিধি মেনেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। দুজনের বয়সের ব্যবধানও অনেক। তবে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ দিলেন রণবীর -আলিয়া। রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর। বিয়ের ছুটি শেষ হতেই যেন আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। জানা গিয়েছে করণ জোহর তার বিতর্কিত চ্যাট শো কফি উইথ করণ-নিয়ে আসতে চলেছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই এই নতুন এপিসোড শুরু হতে চলেছে।  মে মাস থেকেই নাকি শুরু হতে পারে এই শো। বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, নবদম্পতি 'কফি উইথ করণ'-এর অতিথি হতে চলেছে। তাদের অতিথি হিসেব পেয়ে দারুণ উচ্ছ্বসিত করণ জোহর এই প্রথমবার স্বামী-স্ত্রী হিসেবে কফি উইথ করণ-এ হাজির হতে চলেছেন রণবীর ও আলিয়া। শোনা যাচ্ছে আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচার করতেও দেখা যাবে তাদেরকে। তবে ছবির প্রচার ছাড়াও নিজেদের বিয়ের নতুন জীবন কেমন কাটছে তার গল্পও শোনাবেন রণবীর ও আলিয়া।

আরও পড়ুন-শেষমেষ কিনা কন্ডোম বিক্রি করছেন নুসরত, ধেয়ে এল নোংরা কটাক্ষ, জবাবে মুখ খুললেন নায়িকা

আরও পড়ুন-সর্বনাশ, হোটেলের ঘরে ডেকে উদ্দাম সঙ্গম, বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা

আরও পড়ুন-সহবাস-রোম্যান্স তো অনেক হল, এবার কি অর্জুনের সঙ্গে সাতপাকে ঘুরতে চলেছেন মালাইকা আরোরা?

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত